ছবি: সংগৃহীত
যৌনশক্তি বাড়ানোর ওষুধ নয়, যৌন জীবন আরও উপভোগ্য করে তুলবে কফি। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ‘ইরেকটাল ডিসফাংশানে’ (তাড়াতাড়ি বীর্যপাত) ভোগেন বহু পুরুষ। আর ‘ইরেকটাল ডিসফাংশান’ থেকে শুরু হয় ডায়াবেটিস, ওবেসিটি ও হার্ট অ্যাটাকের মতো রোগ থেকে।
টেক্সাস ইউনিভার্সিটির বিজ্ঞানীদের করা একটি সমীক্ষায় দেখা যায়, যেসব পুরুষ দিনে ২ কাপ কফি পান করেন, তারা সেক্স থেকে অনেক বেশি তৃপ্তি পান। খবর আনন্দবাজার পত্রিকার।
টেক্সাস ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড লোপেজ বলেন, কফির মধ্যে থাকা ক্যাফেইন শরীরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পুরুষাঙ্গ পর্যন্ত রক্ত চলাচলের বেগ আরও বাড়িয়ে দেয়। তবে সতর্কবার্তা দিয়ে তারা জানিয়েছেন, উদ্বুদ্ধ হয়ে দিনে দু’কাপের বেশি কফি পান করতে যাবেন না। বেশি কফি পান যৌন জীবনে বিপরীত প্রভাবও ফেলতে পারে।
এইচ.এস/