বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির *** শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’ *** ২৮ তারিখ নয়, রাকসুর ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর *** গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেন *** ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ *** জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন *** পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা *** বেসরকারি খাতে যাচ্ছে নগদ, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি: গভর্নর *** নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ *** চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে তিন উপদেষ্টার নির্দেশ

রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি শিক কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একইরকম শিক কাবাব খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন, তারা স্বাদ নিতে পারেন গ্রেভি শিক কাবাবের। রইলো রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি শিক কাবাব বানানোর রেসিপি-

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির বুকের মাংস ৪০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি বড় ২টি

৩. কাঁচা মরিচ কুচি ৫/৬টি

৪. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

৫. ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ

৬. আদা বাটা আধা চা চামচ

৭. রসুন বাটা আধা চামচ

৮. কাবাব মসলা ১ চা চামচ

৯. লবণ স্বাদমতো

১০. পুদিনা পাতা/ধনিয়া পাতা কুচি ১কাপ

আরো পড়ুন : মুগডাল দিয়ে রান্না করতে পারেন মজার নিরামিষ

১১. ডিম ১টি

১২. ১ টেবিল চামচ

১৩. মরিচ গুঁড়া আধা চা চামচ

১৪. পেঁয়াজ কুচি ১ কাপ

১৫. কাঠবাদাম ৭/৮টি

১৬. তেল আধা কাপ

১৭. আদা-রসুন বাটা ১ চা চামচ

১৮. আধা কাপ ফেটানো টকদই

১৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ

২০. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

২১. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ও

২২. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে ১-১৩নং পর্যন্ত সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে মেখে রাখুন ১৫-২০ মিনিট। এবার পেঁয়াজ ও কাঠবাদাম হালকা করে ভেজে ব্লেন্ড করে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। এবার ২-৩ পিস পাউরুটি পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপে পাউরুটির পানি ফেলে দিয়ে সেই পাউরুটি মেরিনেট করা মাংসের সঙ্গে মেখে নিন। এবার এই মাংস ব্লেন্ড করে নিতে হবে।

দু’হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে পরিমাণমতো ব্লেন্ড করা মাংসের মিশ্রণ নিয়ে কাবাবগুলো তৈরি করে নিন। এবার এই লম্বা সেপ করে ভেতরে একটি মোটা কাঠি একসঙ্গে করে ভেতরে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে। সেপটা ঠিক হয়ে গেলে কাঠিগুলো খুব সাবধানে টেনে বের করে নিতে হবে। সবগুলো কাবাব একইভাবে বানিয়ে প্যানে গরম তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।

এবার তেল হালকা গরম করে অল্প আঁচে শ্যালো ফ্রাই করতে হবে। এরপর ২/৩ মিনিট উল্টিয়ে চারপাশে সমানভাবে ভেজে নামিয়ে নিন। বেশি সময় ধরে ভাজলে কাবাব শক্ত হয়ে যাবে। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে আদা-রসুন বাটার সঙ্গে ভাজা পেঁয়াজ বাদামের পেস্ট নেড়ে নিন। তারপর ১৮-২২নং পর্যন্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

সামান্য পানি দিয়ে নেড়ে নেড়ে মসলা কষিয়ে দিয়ে দিন ভেজে রাখা কাবাবগুলো। ভালোভাবে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে দেড় কাপ পানি। নেড়ে ঢেকে দিন অল্প সময়ের জন্য। ঢাকনা সরিয়ে দেখতে হবে ঝোল মাখা মাখা হয়েছে কি না।

কাবাবের উপর তেল উঠে এলে উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গ্রেভি শিক কাবাব। এই রেসিপি করতে কোনো কিছু মেপে নেওয়ার প্রয়োজন হয় না। সবকিছু নিজের আন্দাজমতো নিলেই হবে।

এস/ আই.কে.জে/


গ্রেভি শিক কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন