মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫ *** আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প হবে মিরপুরে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। চট্টগ্রামে নয় ৬ই ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন। এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রার দিনক্ষণও। সব ঠিক থাকলে ১৩ই ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত-নাহিদ'রা। যেখানে ১৫ই ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। তবে ভারত নয়, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান 'এ' দল। বিসিবির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

এদিকে শেষের পথে বিপিএল। বাকি কেবল দুই ম্যাচ। তবে টুর্নামেন্ট শেষেই ফুসরত মিলছে না ক্রিকেটারদের। আলাদা করে বললে যাদের টিকেট মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ শুরু হওয়ার অপেক্ষায় মেগা এই টুর্নামেন্টের ব্যস্ততা।

বিসিবি সূত্রের তথ্য মতে, বিপিএল ফাইনালের আগেই আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প। যেখানে থাকবেন হেড কোচসহ গোটা কোচিং স্টাফ। বিপিএলের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে বসেই দেখেছেন ফিল সিমন্স। বাকিরা চলে আসবে দু'এক দিনের মধ্যেই। যদিও পূর্বের পরিকল্পনা ছিল এই ক্যাম্পটি চট্টগ্রামে করার। তবে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট।

আরো পড়ুন : তামিম অভিভাবক হিসেবে কেমন জানালেন হৃদয়

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) থেকে ক্যাম্প শুরু হলেও সবাই যে সেদিন যোগ দেবেন বিষয়টি মোটেও তেমন নয়। জানা গেছে, প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। বিপিএলের ফাইনালে ওঠা দুই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের যোগ দেয়ার কথা আরও দুই দিন বাদে।

ফিল সিমন্সের অধীনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৩ই ফেব্রুয়ারি দিবাগত রাতে দল চলে যাবে আমিরাতে। দুবাইয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫ই ফেব্রুয়ারি পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, 'ব্যাটসম্যানরা যেন ধারাবাহিকভাবে রান করে সেটাই আমাদের মূল লক্ষ্য। সেখানে আমরা যতো তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নেবো আমাদের জন্য ততো ভালো। এটা নিয়েই কাজ করছি আমরা।'

গেলোবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০শে ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতের বিপক্ষে। পরদিনই পাকিস্তানে চলে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে ২৪শে ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২৭শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। 

এস/কেবি


চ্যাম্পিয়ন্স ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

🕒 প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে

🕒 প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫