রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

আজ মামদানির সঙ্গে হোয়াইট হাউসে প্রথম সাক্ষাৎ, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুক্রবার (২১শে নভেম্বর) হোয়াইট হাউসে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এটিই হবে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই নেতার সঙ্গে রিপাবলিকান ট্রাম্পের প্রথম সাক্ষাৎ। খবর নিউইয়র্ক টাইমসের।

নির্বাচনের আগে ও পরে দুজনই একে অন্যের সমালোচনা করেছেন। নিউইয়র্কের মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প।

মামদানির দিক থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা এসেছে। তিনি অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমাদের বৈঠক শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে একমত হয়েছি।

মামদানি চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের জানান, তার দল বৈঠক আয়োজনের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, প্রচারণার সময় নিউইয়র্কবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য আমার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্পের পোস্টের বিষয়ে মন্তব্যের জন্য মামদানির দল সরাসরি কোনো উত্তর দেয়নি।

ট্রাম্প বিভিন্ন সময় প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করেছেন। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনের প্রচারণার সময়ে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি মামদানি জেতেন, তাহলে তিনি ফেডারেল তহবিল আটকে দেবেন।  মামদানিকে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিতে হবে ২০২৬ সালের ১লা জানুয়ারি।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250