বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হলুদ ও মধু একসঙ্গে খাওয়ার উপকারিতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হলুদ এবং মধু--এই দুই প্রাকৃতিক উপাদানে আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে অসংখ্য উপকারিতা। উপকারী এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে খেলে কী হয়? হলুদের কারকিউমিন এবং মধুর সক্রিয় যৌগ তার মিষ্টি। হলুদ আর মধু মিশিয়ে খেলে তাই স্বাদের পাশাপাশি মেলে নানা পুষ্টিও।

১. অ্যান্টি-ইনফ্ল্যামেটরি পাওয়ার হাউস

হলুদ এবং মধুর সংমিশ্রণটি বেশ অসাধারণ। এর রয়েছে চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। কারকিউমিন হলো হলুদের মধ্যে পাওয়া যৌগ যা প্রদাহ দূর করে। হলুদ ও মধু একসঙ্গে খেলে তা বাতের মতো প্রদাহজনিত রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই এ ধরনের সমস্যায় হলুদ ও মধু খেতে পারেন।

২. ইমিউন সিস্টেম বুস্টার

হলুদ ও মধুর মিশ্রণ একটি ইমিউন-বুস্টিং সিস্টেম। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কারণ এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। হলুদ ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে। কাঁচা মধু এনজাইম এবং পুষ্টির একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই দুই উপাদান একসঙ্গে খেলে তা সংক্রমণ এবং অসুস্থতা থেকে দূরে রাখতে পারে তাই ঠান্ডা ঋতুতে উপকারী।

আরও পড়ুন: ব্যায়াম করেও ওজন কমছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

৩. হজমের সামঞ্জস্য

মধু এবং হলুদ চমৎকার হজমকারী উপাদান। এটি একটি পরিপাক যা পিত্তের উৎপাদন বাড়াতে সাহায্য করে শরীরের চর্বি হজম করতে সাহায্য করে। মধু হলো একটি হালকা রেচক যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টকে শান্ত করে, পেট ফাঁপা কমায় এবং গ্যাসের সমস্যা দূর করে। এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। পুষ্টি শোষণ এবং পর্যাপ্ত হজমের জন্য অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া উন্নত করে।

৪. মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি

হলুদে থাকা কারকিউমিন মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। কারকিউমিন নিউরোইনফ্লেমেশন এবং অক্সিডেটিভ স্ট্রেসকে বাধা দেয়, যা নিউরোডিজেনারেটিভ রোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বলা হয়। মধু অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা মস্তিষ্কের কোষগুলোকে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এই দুই উপাদান একসঙ্গে খেলে তা স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে।

৫.  উজ্জ্বল ত্বক সমাধান

মধু এবং হলুদের মিশ্রণ ত্বকের স্বাস্থ্য এবং এর উজ্জ্বলতায় অনেক কিছু যোগ করে। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ এবং জ্বালা কমিয়ে দেয়, তবে মধু হলো একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বকে পুষ্টি জোগায়। তারা সম্মিলিতভাবে মুখের স্বাস্থ্যকর উজ্জ্বলতার জন্য ত্বকের টেক্সচারের চিকিৎসা করতে পারে।

এসি/ আই.কে.জে/

হলুদ ও মধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন