ফাইল ছবি (সংগৃহীত)
প্রায় ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা। এই সফরে তারা দুটো টেস্ট ম্যাচ খেলবে। এর মধ্যেই চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরসূচি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (৩০শে সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৬ই অক্টোবর বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১শে অক্টোবর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯শে অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩রা নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা। সবশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো সাউথ আফ্রিকা।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। স্পিন নির্ভর দল নিয়ে বাংলাদেশে লড়বে সাউথ আফ্রিকা। এক বছর পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার সেনুরান মুথুস্যামি। কেশব মহারাজ ও ডেন পিয়েটের সঙ্গে তিন জনের স্পিন আক্রমণে যোগ দেবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক যথারীতি টেম্বা বাভুমা।
টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনর্যাড বলেছেন, আমরা যে কন্ডিশনের প্রত্যাশা করছি, সেটা অনুযায়ী দল বাছাই করেছি। আমাদের দলে তিন জন ফ্রন্টলাইন স্পিনার। যখনই প্রয়োজন, তখনই হাল ধরার সামর্থ্য তাদের আছে। সেনুরানের মতো খেলোয়াড়ের ব্যাট-বল দুটোতেই ছাপ রাখার মতো সামর্থ্য আছে।
সাউথ আফ্রিকা টেস্ট স্কোয়াড :
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েন্নে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন