মা ও বাবার সঙ্গে জোহরান মামদানি। ছবি: বিবিসি
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) হুমকি দিয়ে বলেছেন, নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ‘কমিউনিস্ট’ জোহরান মামদানি জয়ী হলে তিনি হোয়াইট হাউসের ফেডারেল ক্ষমতা ব্যবহার করে এ নগরের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। খবর নিউইয়র্ক পোস্টের।
মন্ত্রিসভার বৈঠক চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘নিউইয়র্ক নগর চালানোর জন্য যদি একজন কমিউনিস্ট নির্বাচিত হন, তাহলে নিউইয়র্ক আর আগের মতো থাকবে না। তবে হোয়াইট হাউসে আমাদের অনেক ক্ষমতা আছে। প্রয়োজনে আমরাই এ নগর চালাতে পারি।’
রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘নিউইয়র্ক নগর ঠিকভাবে চলবে। আমি নিউইয়র্ককে আবার গড়ে তুলব। আমি নিউইয়র্ককে ভালোবাসি।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা নিউইয়র্ককে ঠিক করতে যাচ্ছি। হয়তো ওয়াশিংটন থেকেই আমাদের সেটা করতে হবে।’
ট্রাম্প তার প্রথম মেয়াদে নিউইয়র্কে ‘আইনশৃঙ্খলার অভাব’ দেখিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এবারও তিনি সরাসরি বলেননি, কোন আইন বা ক্ষমতার বলে তিনি নিউইয়র্ক নগরের দখল নিতে পারেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা নিউইয়র্কের জন্য কিছু করতে যাচ্ছি। এখনই বিস্তারিত বলতে পারছি না। কিন্তু আমরা নিউইয়র্ককে আবার মহান করব। আমেরিকাকেও আমরা মহান করব।’
খবরটি শেয়ার করুন