শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে যারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ হয়েছে গতকাল রাতে। একই সময়ে শুরু হয়েছিল ১৮টি ম্যাচ। গোল হয়েছে ৬৪টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি গোলের নজির এটিই। আর এই ম্যাচের শেষে নির্ধারিত হয়ে গেছে কারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, কারা প্লে–অফ পর্বে সুযোগ পেয়েছে, কারাই–বা বাদ পড়েছে।

আগেই জানা গিয়েছিল অন্তত ১৭ দল লিগ পর্ব পার করছে। লিভারপুল এবং বার্সেলোনা শীর্ষ দুইয়ে থাকছে তাও নিশ্চিত ছিল আগেই। লিভারপুল অবশ্য গতকাল রাতে হেরে গিয়েছে পিএসভি আইন্দোভেনের কাছে। তবে ৩-২ গোলের এই হারও তাদের শীর্ষেই রেখেছে। কারণ ইতালিয়ান প্রতিপক্ষ আতালান্টার সঙ্গে বার্সা ড্র করেছে ২-২ গোলে। 

এতেই নিশ্চিত হয়েছে ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না। শীর্ষ আটে থাকা দলগুলোও একে অন্যের মুখোমুখি হচ্ছে না শেষ ১৬-তে। তারা প্রত্যেকে খেলবে প্লে-অফ পেরিয়ে আসা দলের বিপক্ষে। 

আরো পড়ুন : জিতেও প্লে-অফ খেলতে হবে রিয়ালকে

শেষ ষোলোয় যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

প্লে-অফে খেলবে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। কে কার বিপক্ষে খেলছে সেই ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এই পর্বে সবচেয়ে নাটকীয়ভাবে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে মাস্টউইন ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সিটিজেন্সরা। 

প্লে-অফ পর্বে যারা

আতালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন এবং ক্লাব ব্রুগ।

এছাড়া লিগ টেবিলের ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। এদের মাঝে ইয়াং বয়েজ এবং স্লোভান ব্রাতিস্লাভার অভিজ্ঞতা বেশ মন্দ। ৮ ম্যাচের লিগ পর্ব থেকে কোনো পয়েন্টই পায়নি তারা। গোল ব্যবধানে ইয়াং বয়েজ ছিল সবার নিচে।

প্রথম পর্ব থেকে বিদায় যাদের

দিনামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

এস/কেবি


চ্যাম্পিয়ন্স ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250