রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে ‘চাপ বাড়াচ্ছেন’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্ররা চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না মেলার পর এমন পদক্ষেপ নিলেন তিনি।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় এএফপির এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন—ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি তৎপরতা বাড়াবেন কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা চাপ বাড়াচ্ছি। একসঙ্গে এটা বাড়াচ্ছি। ন্যাটো খুব ভালো কাজ করছে।’ খবর এএফপির।

ফিলিস্তিনের গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তাতে মূল ভূমিকা পালন করেছেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ক্ষমতায় বসার পর থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। পুতিন ছাড়াও একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সঙ্গে পুতিনের ওই বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে—গত আগস্টে। গত বুধবার রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় যে গতি এসেছিল, তা ওই বৈঠকের পর থেকে বড় অংশে থেমে গেছে। তবে বৃহস্পতিবার আলেকজান্ডার স্টাব বলেন, এই যুদ্ধ ট্রাম্প থামাতে পারবেন বলে আত্মবিশ্বাস আছে তার।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250