সোমবার, ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার *** দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস *** হাজিদের জন্য বাড়িভাড়া নেওয়ার কাজ শতভাগ সম্পন্ন *** ক্যাথলিক চার্চকে বদলে দিয়েছিলেন পোপ ফ্রান্সিস *** ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে: স্বাস্থ্য উপদেষ্টা *** বিয়ের পর কনডম ব্যবহার করলে চাকরি থাকবে না! *** ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, বাড়াতে হবে প্রস্তুতি *** শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে *** আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স কী শ্বশুরবাড়িতে বেড়াতে যাবেন *** রেলওয়ে হাসপাতালগুলো উন্মুক্ত হচ্ছে সর্বসাধারণের জন্য

বিয়ের পর কনডম ব্যবহার করলে চাকরি থাকবে না!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরি থাকবে না। আবার বিয়ের পর কনডম বা জন্মনিয়ন্ত্রণ কোনো সামগ্রি ব্যবহার করা যাবে না। সন্তান জন্ম দিতে হবে, দেশের জনসংখ্যা বাড়াতে হবে। চীনের একটি বেসরকারি প্রতিষ্ঠান তার কর্মকতা-কর্মচারী বা কর্মীদের এসব ‘উদ্ভট শর্ত’ দেয়।

‘শর্তে’ বলা হয়, অবিবাহিত ও ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না ওই প্রতিষ্ঠানে। চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে প্রতিষ্ঠানটিতে কর্মরত ২৮ থেকে ৫৮ বছরের কেউ (নারী-পুরুষ) অবিবাহিত থাকতে পারবেন না। অবিবাহিত হলে ওই প্রতিষ্ঠানে চাকরি থাকবে না। খবর এনবিসি নিউজের।

চীনের সহস্রাধিক কর্মীর ওই প্রতিষ্ঠানের এমন ‘শর্তে’ শুরু হয় হইচই। গত ফেব্রুয়ারি মাসে ওই ‘ঘোষণা’ দেওয়া হয়। ‘ঘোষণায়’ প্রথমে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে জানানো হয়, সেপ্টেম্বর মাসের ডেডলাইনের পরও কেউ যদি অবিবাহিত থাকেন, তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে।

বয়স বাড়লেও চীনের অনেক তরুণ-তরুণী বিয়ে করছেন না। ফলে বাড়ছে না জনসংখ্যা। এ নিয়ে চিন্তার শেষ নেই চীন সরকারের। বিয়ের হার ও জনসংখ্যা বাড়াতে তাই সরকারিভাবে জারি করা হয়েছে নানা নির্দেশনা। সরকারের সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নেয় চীনের পূর্বাঞ্চলীয় শ্যাংডং প্রদেশের শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ।

প্রতিষ্ঠানটির ‘শর্তে’ বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকার লক্ষণ। ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করা প্রতিষ্ঠানটি লিনয়ি শহরের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি। শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন ‘শর্ত’ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে যায়। পরে ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান চীনের সরকারি কয়েক কর্মকর্তা। 

এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এমন ‘শর্ত’ প্রত্যাহার করা হয়েছে। বৈবাহিক অবস্থার ওপর ভিত্তি করে কাউকে চাকরিচ্যুত করা হবে না। প্রতিষ্ঠানটির এমন ‘শর্ত’ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলে মনে করেন চীনের সরকারি কর্মকর্তারা।

চীনে দিনদিন কমছে বিয়ের হার। গেল বছর দেশটিতে ৬১ লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের ৭৬ লাখ ৮০ হাজারের চেয়ে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ কম।  বিয়ের হার কমলেও সম্প্রতি আগের তুলনায় বেড়েছে সন্তান জন্মদানের হার। ২০২৪ সালে চীনে রেকর্ড ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম হয়। ২০১৭ সালের পর এ প্রথম দেশটিতে এত শিশুর জন্ম হলো।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘ইয়ার অব দ্য ড্রাগনের’ কারণে শিশু জন্মহার বেড়েছে। তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সরকারি বিভিন্ন সংস্থা চার হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে। এরপরও তরুণ-তরুণীরা বিয়ে করতে চাইছেন না।

এইচ.এস/


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন