শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

কবিগুরুর ঠাকুরবাড়িতে গরমে যেসব পদ রান্না হতো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

২৫শে বৈশাখ আজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। শিল্প–সাহিত্য ছাড়াও ফ্যাশন আর খাবারের ফিউশন—কোনো কিছুতেই কমতি ছিল না ঠাকুরবাড়ি। আজও তাই বাঙালি ফিরে ফিরে যায় ঠাকুরবাড়িতে। যে বাড়ির হেঁশেলে তৈরি হতো দেশ–বিদেশের নানা পদ। চলুন জানা যাক কবিগুরুর ঠাকুরবাড়িতে গরমের সময়ে যেসব পদ রান্না হতো-

ছানার ডালনা


উপকরণ: ছানা ২৫০ গ্রাম, ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, গোটা জিরে ১ চা-চামচ, শুকনো লঙ্কা ২টি, তেজপাতা ২টি, জিরেবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়ো আধা চা-চামচ, লঙ্কার গুঁড়ো আধা চা-চামচ, চিনি সামান্য, গরমমসলার গুঁড়ো আধা চা-চামচ, ঘি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: ছানা কেটে জল ঝরিয়ে সামান্য জাগ দিয়ে নিন। লবণ ও ময়দা দিয়ে ভালো করে মাখুন। চ্যাপটা আকারে গড়ে তেলে ভেজে নিন। ছানা উঠিয়ে নিন। এবার ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। গরমমসলার গুঁড়ো ছাড়া বাটা ও গুঁড়ো মসলা অল্প জলে গুলে নিন। মসলা ভালো করে কষিয়ে লবণ, চিনি ও জল দিন। ফুটে উঠলে ভাজা ছানা দিন। নামানোর আগে ঘি, গরমমসলা দিন। কাঁচা লঙ্কা দিতে পারেন।

আরো পড়ুন : টক ঝাল মিষ্টি শুঁটকির চাটনি

দই দিয়ে আলুর দম


উপকরণ: আলু ১ কিলোগ্রাম, টক দই ৫০০ গ্রাম, হিং আধা চা-চামচ, সাদা তেল ৩ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ, লঙ্কার গুঁড়ো ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, কাঁচা লঙ্কা ৩-৪টি, ভাজা জিরের গুঁড়ো ১ চা-চামচ।

প্রণালি: আলু সেদ্ধ করে ভেজে তুলে রাখুন। দই আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। কড়াইতে ঘি দিন। হিং ফোড়ন দিন, দই ও আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। লবণ, চিনি দিন। সামান্য পানি দিতে পারেন। জিরে ভাজার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

শাকভাজা


উপকরণ: কলমিশাক ১ মুঠো, শুকনো লঙ্কা ২টি, রসুনকুচি ১ চা-চামচ, ভেজানো মটরের ডাল ২ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চিমটি।

প্রণালি: শাক বেছে, কুচিয়ে ভালো করে ধুয়ে নিন। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, রসুনকুচি ফোড়ন দিন। শাক দিয়ে নাড়াচাড়া করুন। লবণ, মিষ্টি দিয়ে ঢাকা দিন। মটর ডাল ছড়িয়ে নাড়ুন, ঢাকা দিন। নরম হয়ে এলে নামিয়ে নিন।

এস/ আই.কে.জে/ 

রেসিপি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250