রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

ট্রাম্পের প্রত্যাখ্যান, শিকে নিয়ে শুরু অ্যাপেক শীর্ষ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনের নেতা শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের বলেছেন, তার দেশ বার্ষিক অর্থনৈতিক আঞ্চলিক ফোরামে বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য রক্ষার কথা বলবে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (৩১শে অক্টোবর) দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে শুরু হওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে মঞ্চের কেন্দ্রে ছিলেন শি জিনপিং। এর আগে বৃহস্পতিবার (শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আমেরিকার উদ্দেশে রওনা করেন। ওই বৈঠকে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে  আমেরিকা ও চীনের মধ্যে সমঝোতা হয়।

এ বছরের দুদিনের অ্যাপেক শীর্ষ সম্মেলনকে ব্যাপকভাবে ছাপিয়ে গেছে ট্রাম্প-শির বৈঠক। বৃহস্পতিবার শির সঙ্গে বৈঠককে ট্রাম্প একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, তিনি চীনের ওপর শুল্ক কমাবেন। অন্যদিকে, বেইজিং বিরল খনিজ রপ্তানির অনুমতি দিতে ও আমেরিকার থেকে সয়াবিন কিনতে সম্মত হয়েছে। তাদের এ সমঝোতা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর ছিল।

ট্রাম্পের অ্যাপেক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত বৃহৎ ও বহুজাতিক ফোরামটির প্রতি তার সুপরিচিত বিদ্বেষমূলক আচরণের সঙ্গে খাপ খায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, অ্যাপেককে এভাবে প্রত্যাখ্যান বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ ও বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্বকারী ফোরামে আমেরিকার সুনাম আরও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি করেছে।

শি বহুপাক্ষিকতাবাদকে সমর্থন করেন। অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে; আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল ও অস্থির হয়ে উঠছে। তাই যত বেশি অস্থির সময়, আমাদের তত বেশি একসঙ্গে কাজ করতে হবে।

চীন থেকে সরবরাহ শৃঙ্খলকে আলাদা করার মার্কিন প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে শি সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি ‘গ্রিন ইন্ডাস্ট্রি’ ও ‘ক্লিন এনার্জি’তে সহযোগিতা সম্প্রসারণের জন্য অন্যান্য দেশের সঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250