ছবি: সংগৃহীত
পবিত্র ওমরাহ ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি এবার ওমরাহ পালনকারীদের জন্য ই-ভিসা চালু করেছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেকন। এই অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাবেন।
আরো পড়ুন: তীব্র তাপপ্রবাহে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এছাড়া এই ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না।
নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন পহেলা মহররম তথা ১৯শে জুলাই থেকে ওমরাহ পালন করতে পারবেন।
মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের সেবার মান বাড়াতে এবং তাদের সৌদিতে প্রবেশ আরও সহজ করতে ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আরব নিউজ, সৌদি প্রেস এজেন্সি
এইচআ/
খবরটি শেয়ার করুন