মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাল ভাজা এভাবে মেখে খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষার বিকেলে বারান্দার আড্ডায় মচমচে চাল ভাজা খেতে কার না ভালো লাগে! তবে একটু মজা করে খেতে বাড়িতেই চেষ্টা করতে পারেন এই রেসিপিটি।

উপকরণ: ভাতের চাল ১ কাপ, লবণ আধা চা-চামচ, শর্ষের তেল ২ চা-চামচ (ডুবোতেলে ভাজলে পরিমাণমতো), পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কুচানো কাঁচা মরিচ ১ টেবিল চামচ, ভাজা বাদাম আধা কাপ, চানাচুর আধা কাপ, লেবুর রস আধা চা-চামচ, লেবুর খোসাকুচি আধা চা-চামচ।

আরো পড়ুন : মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিন লেবুর ডিটক্স ওয়াটার

প্রণালি: চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। লবণ মেখে নিন। চালে সামান্য তেল মেখে শুকনা তাওয়ায় অথবা ডুবোতেলে ভেজে নিন। লক্ষ রাখবেন চাল যেন পুড়ে না যায়। শুকনা তাওয়ায় ভাজলে ঘন ঘন নাড়বেন। যদি তেলে ভাজতে চান, ছাকনিতে চাল ঢেলে গরম তেলের মাঝে ধরুন। চামচসহ চাল দেবেন, চাল ফুলে উঠে যখন ভাজা হয়ে যাবে, তেল থেকে চামচ তুলে একটি টিস্যুর ওপর ছড়িয়ে রাখুন। ভাজা চাল ঠান্ডা হলে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। লেবুর চা, মাল্টা চা অথবা আপনার পছন্দমতো যেকোনো চায়ের সঙ্গে পরিবেশন করুন।

এস/  আই.কে.জে

চাল ভাজা

খবরটি শেয়ার করুন