সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনন্ত আম্বানির ১৪ কোটির ঘড়ি দেখে অবাক জুকারবার্গ দম্পতি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি আলোচনার শিরোনামে রয়েছে জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। তিন দিনের প্রি-ওয়েডিং-এর এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। বিয়ের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গ এবং গুগলের সিইও-সহ আন্তর্জাতিক ক্ষেত্রের অনেক বড় বড় অতিথি।

প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অনেক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরমধ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মার্ক জুকারবার্গের স্ত্রী অনন্তের ঘড়ি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন।

আরো পড়ুন: তিন খান একসঙ্গে মঞ্চে নেচে ভাইরাল

সেখানে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছেন ফেসবুকের মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী। তখনই তাদের নজর যায় অনন্তের হাতে। তিনি একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন। সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান।

চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।’ সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যা, আমি ওকে আগেই বলেছি।’ এরপর তিনি জানান, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’

এসি/ আই. কে. জে/ 


অনন্ত আম্বানি কারবার্গ দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন