শনিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তিনটি নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের ওএসডি ও বাধ্যতামূলক অবসর

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যারা বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন, তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে।

একই সঙ্গে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি, তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।

এর আগে বুধবার (১৯শে ফেব্রুয়ারি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্মসচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার। তারা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন।

মোখলেস উর রহমান বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যেসব সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেগুলোকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে করা ইত্যাদি। এসব নির্বাচনে তারা (ওই সময়ের ডিসিরা) নেতিবাচক ভূমিকা রেখেছিলেন।’

সচিব বলেন, ‘আমরাই ইতোমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।’

হা.শা./কেবি


জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন