ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্ষমতা আরও বাড়তে পারে। কারণ, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার সরকারের মিত্রদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে ঘোষণা করেছে। খবর সিএনএনের।
বিশেষজ্ঞরা বলছেন, ‘কার্টেল দে লস সোলস’ নামের যে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটি মূলত কোনো সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চেয়ে কথিত দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের বোঝাতে বেশি ব্যবহার করা হয়। এ ঘোষণার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সম্পদ ও অবকাঠামো লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবেন।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, এই ক্ষমতা সরাসরি প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেবে না। তা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, এই ঘোষণার ফলে সন্ত্রাস দমনের লক্ষ্যে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পের পথ প্রশস্ত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ‘কার্টেল দে লস সোলস’ শব্দটি মাদক পাচারের সঙ্গে সশস্ত্র বাহিনীর মধ্যে যুক্ত ভেনেজুয়েলার বিকেন্দ্রীভূত গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ককে বোঝাতে ব্যবহৃত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অবশ্য সব সময়ই ব্যক্তিগতভাবে মাদক পাচারে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তার সরকারও বারবার এই কথিত কার্টেলের অস্তিত্ব অস্বীকার করেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন