শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বেশিরভাগ কারখানায় ঈদের আগে বেতন পাচ্ছেন শ্রমিকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে গাজীপুরে বেশিরভাগ কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকদের ঈদের বেতন বোনাস দিয়েছে কর্তৃপক্ষ। বেতন ভাতা পেয়ে খুশি শ্রমিকরা। 

জানা গেছে, গাজীপুরে অন্তত ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। প্রতিবছর ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে ছোটখাটো অসন্তোষ থাকলেও বিজিএমইএ, পুলিশের এর তৎপরতার কারণে এবার বড় সহিংস আন্দোলনের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ কারখানা মালিক বিজিএমইএ এর দেওয়া নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন।

শ্রমিকরা বলছেন, আগে ভাগে ঈদের বোনাসসহ বেতন-ভাতা পেয়ে খুশি তারা। সাদমা গ্রুপে কর্মরত এক নারী শ্রমিক গণমাধ্যমকে বলেন, আমাদের ঈদের জন্য ৮ তারিখ ছুটি নির্ধারিত করেছেন কর্তৃপক্ষ। মাসের শুরুতে ঈদ বোনাস পেয়েছি। আমাদের পেমেন্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হয়। ঈদ ছুটির আগেই বেতন পেয়ে যাব। বোনাসের টাকা দিয়ে কিছু কেনাকাটা করেছি। বাড়ি গিয়ে বাবা, মা আত্মীয়স্বজনের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারব।

আরো পড়ুন: বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ২

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিজিএমইএ ও সরকারের নির্দেশনা মেনে মাসের শুরুতে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।

এই ব্যাপারে সাদমা গ্রুপের পরিচালক সোহেল রানা গণমাধ্যমকে বলেন, এপ্রিল মাসের শুরুতে কারখানায় কর্মরত ৭ হাজার শ্রমিককে ঈদ বোনাস দেয়া হয়েছে। আগামী ৮ই এপ্রিল কারখানা ছুটি ঘোষণা করা হবে। এর আগেই বিকাশের মাধ্যমে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন পেয়ে যাবে।

তুশুকা গ্রুপের জেনারেল ম্যানেজার মাসুম হোসেন গণমাধ্যমকে জানান, আমরা আমাদের শ্রমিকদের পাওনা বেতন ভাতা পরিশোধ করে দিয়েছি। এজন্য শ্রমিকরা অত্যন্ত খুশি। কোনো অপ্রীতিকর খবর এখানে নেই। আশা করছি, শ্রমিকরা ঈদ উদযাপন করে ঈদের ছুটির পর আবার কাজে যোগ দেবে। 

বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মো.সালাউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বৈশ্বিক মন্দা থাকার পরও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে আন্তরিক। ব্যাংকের সহযোগিতা নিয়ে হলেও আমরা সবাইকে বেতন ভাতা দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে শিল্প পুলিশও সার্ভে করেছে। মালিকদের তারা কাউন্সিলিং করেছে। সুতরাং আশা করি, ব্যাংক ও সরকারের সহযোগিতা নিয়ে আমরা শ্রমিকদের বেতন ভাতা দিতে সক্ষম হবো যাতে তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।

শিল্প পুলিশের দাবি, কয়েকটি কারখানায় মালিক পক্ষের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ আগেভাগেই কাজ শুরু করেছে। এ জন্য বিজিএমইএসহ নিয়ন্ত্রক সংস্থা ও মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেন ঈদের আগেই শ্রমিকরা তাদের বেতন ভাতা পেয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।

গাজীপুর-২ শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে গাজীপুরে ৬৮টি কারখানায় বেতন ভাতা পরিশোধ নিয়ে সমস্যা হতে পারে এমন তথ্য পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শ্রমিকরা যেন নির্ধারিত সময়ে বেতন ভাতা পান তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।এক্ষেত্রে বিজিএমইএ, বিকেএমইএসহ নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। 

এইচআ/ 


গাজীপুর বেতন ঈদ

খবরটি শেয়ার করুন