হ্যারি পটার সিরিজের প্রধান তিন চরিত্রের অভিনয়শিল্পী। ছবি: সংগৃহীত
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ—পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এই ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা। প্রায় দেড় যুগ পর আবারও দেখা যাবে হ্যারি পটারের চরিত্রদের। সিনেমার পর এবার হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ। খবর বিবিসির।
১৪ বছর আগে যেদিন হ্যারি পটারের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল, সে তারিখ থেকেই শুরু হয়েছে সিরিজের শুটিং। ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রসের স্টুডিওতে ১৪ই জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছিল সেখানে।
জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। সব মিলিয়ে সিরিজটির কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে?
তাদের পড়াশোনার বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে হ্যারি পটারের কয়েক ডজন শিশুশিল্পীর পড়াশোনা।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগামী ১০ বছরের জন্য এ বিশেষ স্কুলটির অনুমোদন দিয়েছে। ৬০০ শিক্ষার্থীর ব্যবহারের জন্য স্কুলটি ডিজাইন করা হয়েছে। তবে ১৫০ জন শিক্ষার্থীর অনুমোদন দিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল। ভোর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে স্কুলটি। শুটিংয়ের ফাঁকে শিশুশিল্পীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এ স্কুলে। পাশাপাশি হ্যারি পটার সিরিজের স্কুলের দৃশ্যগুলোরও শুটিং হবে এখানে।
জে.এস/
খবরটি শেয়ার করুন