বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি *** বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি *** ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ *** শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা *** সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

তৃতীয় মেয়াদে লড়বেন ট্রাম্প? নতুন পোস্টে কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচন নিয়ে আলোচনার কেন্দ্রে। ট্রুথ সোশালে তিনি একটি এআই-নির্মিত ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি নীল সাইনবোর্ড হাতে দেখা যায়। যেখানে লেখা ‘ট্রাম্প ২০২৮, ইয়েস!’। ক্যাপশনে আবার ছিল ‘ট্রাম্পলিকানস!’, অর্থাৎ ‘ট্রাম্প’ ও ‘রিপাবলিকান’ শব্দের মিশ্রণ।

ছবিটি সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে আসে আমেরিকার সংবিধানের ২২তম সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে নির্বাচিত হতে পারেন। অনেকেই প্রশ্ন তুলছেন ট্রাম্প কি এই পোস্টের মাধ্যমে ভবিষ্যতে তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন? 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রায় ১০ মাস চলছে। ২০২৫ সালের ২০ই জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে মিল রেখে এগিয়ে নিচ্ছেন তার ‘আমেরিকা ফার্স্ট ২.০’ এজেন্ডা।

তার কেন্দ্রে রয়েছে কড়া অভিবাসননীতি ও বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর বাড়তি শুল্ক। 

ইদানীং তার বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রচারণায় ‘ট্রাম্প ২০২৮’ বার্তাটি নিয়মিত দেখা যাচ্ছে। বিশেষ করে, পণ্যের ওপর, ভাষণের ইঙ্গিতে, এমনকি ওভাল অফিসের বৈঠকেও। সেপ্টেম্বর মাসে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ ও চাক শুমারের সঙ্গে বৈঠকের সময় তার টেবিলে রাখা ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপের ছবিও পোস্ট করেছিলেন প্রেসিডেন্ট।

অক্টোবরে এ বিষয়ে প্রশ্ন করা হলে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বিষয়টিকে ‘মজা’ বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, ‘২২তম সংশোধনী আছে... প্রেসিডেন্টও সেটা জানেন। আমরা এ নিয়ে কথা বলেছি।’ ট্রাম্প নিজেও গত মাসে বলেছিলেন, ‘আমি দাঁড়াতে পারব না, খুবই দুঃখজনক।’

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পোস্ট ও বার্তা ভিন্ন ধরনের জনমত গঠনের চেষ্টা হতে পারে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে একটি ‘ট্রাম্প ব্র্যান্ডিং’ বজায় রাখা হচ্ছে।

এদিকে ২০২৮ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এগিয়ে আসছেন তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

ম্যাকলাফলিন অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর সর্বশেষ জরিপ বলছে, তিনি এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স–এর সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন।

আগস্টে, ভ্যান্সের সমর্থন ছিল ৩৬ শতাংশ, আর ট্রাম্প জুনিয়রের ১৬ শতাংশ। অক্টোবরের মধ্যে ভ্যান্স ৩৮ শতাংশ নিয়ে এগিয়েছিলেন, আর ট্রাম্প জুনিয়রের সমর্থন বাড়ে ২০ শতাংশে, ফারাক কমে ১৮ পয়েন্টে। নভেম্বর পর্যন্ত এই ধারা চলেছে, যখন ভ্যান্সের লিড কমে ১০ পয়েন্টে নেমেছে (৩৪ শতাংশ), আর ট্রাম্প জুনিয়রের সমর্থন বেড়ে ২৪ শতাংশে পৌঁছেছে। 

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250