ছবি : সংগৃহীত
অনেকেরই পড়ার প্রতি মনোযোগ থাকে না। তবে কিছু সহজ উপায় মানলে এই মনোযোগ বাড়ানো সম্ভব। আসুন দেখে নেওয়া যাক কিছু কার্যকরী পদ্ধতি—
১. সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ
প্রথমেই লক্ষ্য নির্ধারণ করা জরুরি। কোন বিষয়ে কতটা সময় পড়তে চান, সেটা আগে থেকে নির্ধারণ করুন। এতে মনোযোগ ধরে রাখতে সহজ হবে।
২. পড়ার পরিকল্পনা তৈরি করা
দিনের কোন সময়ে কোন বিষয়ে পড়বেন, সেটা আগে থেকে ঠিক করে নিন। একটি পরিকল্পনা থাকলে পড়ায় গতি ও মনোযোগ থাকবে।
৩. পরিবেশকে পড়ার উপযোগী করা
শান্ত, আলো-বাতাস যুক্ত পরিবেশে পড়ার চেষ্টা করুন। ফোন, টিভি, কিংবা অন্যান্য ডিভাইস থেকে দূরে থাকুন। একটি নির্দিষ্ট পড়ার জায়গা থাকলে তা মনোযোগ বাড়াতে সাহায্য করবে।
আরো পড়ুন : গরুর দুধের বিকল্প হিসেবে কোন দুধ খেতে পারেন?
৪. ছোট ছোট বিরতি নেওয়া
একটানা পড়ার চেয়ে কিছুক্ষণ পর পর বিরতি নেওয়া বেশি কার্যকর। প্রতিবার ২৫ মিনিট পড়ার পর ৫ মিনিটের বিরতি নিন। এতে মনোযোগ টিকে থাকবে।
৫. লক্ষ্য পূরণের জন্য নিজেকে পুরস্কৃত করা
পড়ার একটা নির্দিষ্ট অংশ শেষ করার পর নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। যেমন একটি প্রিয় খাবার খাওয়া বা কিছু সময় বিরতি নেওয়া।
৬. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা
মনের সতেজতা ধরে রাখতে ভালো ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। এতে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়।
৭. ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলা
সুস্থ ও পুষ্টিকর খাবার মনোযোগ ও শক্তি বাড়ায়। প্রোটিন, ফল, সবজি এবং পর্যাপ্ত পানি গ্রহণ করুন। এটি পড়ায় মনোযোগ ধরে রাখতে সহায়ক।
৮. ধ্যান বা মেডিটেশন করা
নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে মনোযোগ বাড়ে। এটি মস্তিষ্ককে প্রশান্ত রাখে এবং চিন্তার ধারাবাহিকতা রক্ষা করে।
৯. শারীরিক ব্যায়াম
সকালে সামান্য ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। ব্যায়ামের ফলে শারীরিক ও মানসিক চাপও কমে।
১০. লেখার অভ্যাস করা
পড়ার সময়ে নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং বিষয়বস্তু মনে রাখাও সহজ হয়। এগুলো ছাড়াও ব্যক্তিগত অভ্যাস অনুযায়ী কিছু পদ্ধতি অনুসরণ করলে পড়ায় মনোযোগ ধরে রাখা সম্ভব। নিয়মিত চর্চার মাধ্যমেই মনোযোগের স্তর উন্নত হবে এবং পড়াশোনায় সাফল্য আসবে।
এস/ আই.কে.জে/