বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি *** বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি *** ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ *** শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা *** সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জাতিসংঘ সদর দপ্তরে যে কারণে বোমা মারার হুমকি দিলেন ফক্স নিউজের উপস্থাপক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

নির্বাচনের আগে জেসি ওয়াটার্সের একটি শোতে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভান্স। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিড়ম্বনার শিকার হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘের সদর দপ্তরে বোমা মারার হুমকি দিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্স। তবে পরবর্তী সময় এই মন্তব্যের জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন ওয়াটার্স। খবর রয়টার্সের।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্সের মন্তব্যে তারা ‘বিস্মিত’। তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের এস্কেলেটর ও টেলিপ্রম্পটারে সমস্যা হয়েছিল। এ জন্য জাতিসংঘ সদর দপ্তরে বোমা হামলার হুমকি হতাশাজনক।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন জেসি ওয়াটার্স। তার এই মন্তব্যের পরেই ফক্স নিউজকে বিষয়টি অবহিত করে জাতিসংঘ।

এরপর জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগপ্রধান মেলিসা ফ্লেমিংয়ের সঙ্গে গোপনে যোগাযোগ করে ক্ষমা চান জেসি ওয়াটার্স। তবে ফক্স নিউজ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘বোমা মারা, গ্যাস ব্যবহার করা বা এই ভবন ধ্বংস করার কথা বলা কোনোভাবেই মজার বিষয় নয়। এই ধরনের ভাষা অগ্রহণযোগ্য।’

প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর ট্রাম্প চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যাওয়া ও টেলিপ্রম্পটার কাজ না করায় অভিযোগ করেছিলেন। এতে ক্ষুব্ধ হন উপস্থাপক জেসি ওয়াটার্স। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি এই প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের হয় জাতিসংঘ ছেড়ে দেওয়া উচিত অথবা এখানে বোমা মারা উচিত। অথবা গ্যাস ব্যবহার করা উচিত... এটিকে ধ্বংস করা দরকার।’

তবে লিফট বন্ধ হয়ে যাওয়া ও টেলিপ্রম্পটার কাজ না করার ব্যাখ্যা দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, এস্কেলেটরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তথ্য থেকে দেখা যায়, এস্কেলেটরের ওপরের দিকে ‘কম্ব স্টেপ’-এর একটি নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ার পর এটি বন্ধ হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের আগমন যাতে ভালোভাবে ক্যামেরাবন্দী করা যায়, সে উদ্দেশ্যে ট্রাম্পের ভিডিওগ্রাফার পেছনের দিকে হেঁটে এস্কেলেটরে উঠছিলেন। এতেই বিপত্তিটি ঘটে।

ডোনাল্ড ট্রাম্প জেসি ওয়াটার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250