ছবি: সংগৃহীত
গত মাসে কাতারে ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউস জানিয়েছে, কাতার ভূখণ্ডে 'যেকোনো সশস্ত্র আক্রমণ ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে এবং উপসাগরীয় আরব রাষ্ট্রটিকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে'।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘বিদেশী আগ্রাসনের কারণে কাতার রাষ্ট্রের প্রতি অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতার রাষ্ট্রের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা আমেরিকার নীতি।’ খবর এএফপির।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারের ওপর আক্রমণের ক্ষেত্রে আমেরিকা ‘আমেরিকা এবং কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনানুগ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে’।
জে.এস/
খবরটি শেয়ার করুন