রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তথ্যচিত্রে বিভ্রান্তিকরভাবে বক্তব্য সম্পাদনার দায়ে বিবিসির বিরুদ্ধে তার মামলা করার অধিকার রয়েছে। মঙ্গলবার সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বললেও সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণার বিষয়টি এড়িয়ে যান। বাসস। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।গত বছর সম্প্রচারিত বিবিসির তথ্যচিত্র ‘প্যানোরামা’য় ট্রাম্পের বক্তব্য এমনভাবে জোড়া লাগানো হয়েছে, এতে মনে হচ্ছে ২০২১ সালে  তিনি তার বক্তব্যে আমেরিকার ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দিয়েছেন। এ ঘটনায় বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। এ ঘটনায় বিবিসি কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে।

এএফপির হাতে পাওয়া এক চিঠি অনুযায়ী, সোমবার ট্রাম্পের আইনজীবীরা এ ঘটনায়  ব্রিটিশ সম্প্রচার সংস্থাকে এক বিলিয়ন ডলারের মামলার হুমকি দেন।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি  বিবিসির বিরুদ্ধে মামলা করবেন কি না? এর জবাবে ট্রাম্প বলেন,  ‘আমার মনে হয়, আমাকে করতে হবে, কেন নয়?’। এটি ছিল সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা করা আমার দায়িত্ব। কারণ, আপনি কাউকে এমন কাজ করতে দিতে পারেন না।’ তবে তিনি নিশ্চিত করেননি, মানহানির মামলা দায়েরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন কি না।

ট্রাম্প বলেন, ‘তারা জনগণকে প্রতারিত করেছে এবং তারা তা স্বীকারও করেছে।’ তিনি বলেন, ‘ব্রিটেন তো আমাদের অন্যতম প্রধান মিত্র হওয়ার কথা এবং সরকারেরও ওইটার (বিবিসি) একটা অংশ রয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি সরকার বিবিসির স্বাধীনতা সমর্থন করে এবং ট্রাম্পের বিপক্ষে অবস্থান না নেওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছে।

বিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি ‘পর্যালোচনা’ করবে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250