রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

মাদুরোর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, বৈঠক নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় দুই নেতা আমেরিকা একটি সম্ভাব্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার (২৮শে নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে জানিয়েছে। সূত্র: এএফপি। 

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন কারিবিয়ানে সামরিক মোতায়েন বৃদ্ধি করেছে। যার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীও রয়েছে। ওয়াশিংটন বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য মাদক পাচার রোধ করা। তবে কারাকাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রকৃত লক্ষ্য হচ্ছে সরকারের পরিবর্তন। এর মধ্যেই ফোনালাপের খবর সামনে এলো।

হোয়াইট হাউস টাইমস প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত মার্কো রুবিওও ফোনালাপের সময় ছিলেন। 

গত সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সেনারা ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি সন্দেহভাজন ভেনেজুয়েলার নৌকায় হামলা চালিয়েছে। তারা বলছে, এসব নৌকা  মাদক পরিবহন করছিল।

হামলার ফলে ৮০ জনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। তবে নৌকাগুলো মাদক পাচারে ব্যবহৃত হয়েছিল বা আমেরিকার জন্য কোনো হুমকি ছিল, এ সংক্রান্ত কোনো প্রমাণ ওয়াশিংটন এখনো দেখায়নি। এ অভিযান ও সামরিক মোতায়েনের কারণে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে।

ট্রাম্প-মাদুরো ফোনালাপের খবর আসার ঠিক একদিন পরে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মাদক পাচার স্থলপথে রোধ করার প্রচেষ্টা শিগগিরই শুরু হবে। তিনি মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সম্ভবত লক্ষ্য করছেন, মানুষ সমুদ্রপথে আর মাদক পরিবহন করতে চাইছে না। এবার আমরা শিগগিরই স্থলপথে তাদের আটকানো শুরু করব। এটি খুব শিগগিরই শুরু হবে।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250