মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

যে কারণে স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি স্মার্টফোন থেকে অন্য ফোনে ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে অনেকেই সাধারণত ব্লুটুথ ব্যবহার করে থাকেন। কিন্তু স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহারে সতর্ক থাকতে হবে। কারণ ব্লুটুথের ব্যবহার শেষে অনেকেই মনের অজান্তে ব্লুটুথ বন্ধ করেন না অর্থাৎ প্রয়োজন ছাড়াও দীর্ঘ সময় ব্লুটুথ চালু রেখে দেন। এই অভ্যাসটি বিপদে ফেলতে পারে আপনাকে। হ্যাকাররা ব্লুটুথের মাধ্যমেও স্মার্টফোনের অ্যাক্সেস পেতে পারে। জেনে নিন কীভাবে-

ব্লুবাগিং 

ব্লুবাগিং এমন একটি শব্দ, যা সম্পর্কে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী সচেতন নয়। কিন্তু, এটি ব্যবহারকারীদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা যেকোনো ডিভাইস হ্যাক করে স্পর্শকাতর তথ্য চুরি করতে পারে। সহজ ভাষায় ব্লুবাগিং হলো এমন একটি পদ্ধতি, যাতে হ্যাকাররা ব্লুটুথের সাহায্যে যেকোনো ফোন হ্যাক করে এবং এতে ম্যালওয়্যার ইনস্টল করে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে এআইয়ের সঙ্গে কথাও বলা যাবে

সতর্ক থাকবেন যেভাবে

এই কৌশলের কারণে যেকোনো ডিভাইস হ্যাক হতে পারে। হ্যাকাররা সেইসব ব্যবহারকারীদের টার্গেট করে, যারা সবসময় তাদের ব্লুটুথ চালু রাখে। বিশেষ করে পাবলিক প্লেস, রেলস্টেশন, বাস স্টেশনের মতো পাবলিক প্লেসে লোকজনকে টার্গেট করে।

ভুল করেও এই ভুল করা উচিত নয়

* ব্লুবাগিং প্রতিরোধ করতে, কোনো ভুল করা উচিত নয়।

* নিজেদের ব্লুটুথ পাসওয়ার্ড শক্তিশালী রাখতে হবে, বেশিরভাগ ব্যবহারকারী ১২৩৪ বা কিছু সাধারণ পাসওয়ার্ড রাখে, যা হ্যাক করা সহজ।

* প্রয়োজনে স্বয়ংক্রিয় যোগদান বিকল্পটি চালু করতে হবে। অন্যথায় এটি সর্বদা বন্ধ রাখা উচিত।

* প্রথমেই সংযুক্ত ডিভাইসগুলো সরাতে হবে।

* কাজের সময় ব্লুটুথ চালু রাখা উচিত নয় এবং বিশেষ করে পাবলিক প্লেসে এই ভুল করা উচিত নয়।

* ব্লুটুথের মাধ্যমে ফোনে আসা ডেটা সাবধানে পরীক্ষা করা উচিত।

* সম্ভব হলে ভিপিএনও ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, ভিপিএন সুরক্ষিত হওয়া উচিত।

এস/ আই.কে.জে/

স্মার্টফোন ব্লুটুথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন