শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পিছু হটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। বুধবার বুয়েনস এইরেসে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

একটি ট্রাকে করে স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন হাভিয়ের মিলেই। এ সময় তার বোন ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই সঙ্গে ছিলেন।

হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। একপর্যায়ে পাথর ছুড়ে মারলে সেটি পিকআপের সামনে পড়ে। তবে অন্য বস্তুগুলো তার মাথার ওপর দিয়ে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে ট্রাক চালক দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। অনেকে ‘মিলেই, গদি ছাড়’ স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) মিলেইয়ের গাড়িবহর বুয়েনস এইরেস প্রদেশের লোমাস দে জামোরার সড়ক দিয়ে যাচ্ছিল। এলাকাটি বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি এক্সে (সাবেক টুইটার) বলেছেন, বিরোধী দলের সদস্যরা প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ওই ঘটনার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই একটি ছবি পোস্ট করেন। ছবিতে বোনসহ তাকে উচ্ছ্বসিত দেখা যায়।

স্থানীয় জরিপ সংস্থা সিনোপসিসের করা জরিপে দেখা গেছে, গত জুনের তুলনায় আগস্ট মাসে আর্জেন্টাইনদের মধ্যে মিলেইয়ের নেতিবাচক ভাবমূর্তি বেড়েছে।

আগামী ৭ই সেপ্টেম্বরে বুয়েনস এইরেস প্রদেশে স্থানীয় নির্বাচন হবে। আর অক্টোবর হবে মধ্যবর্তী নির্বাচন। দুটো নির্বাচনই মিলেইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তিনি তার সরকারের ক্ষমতার মেয়াদে বাড়ানোর সুযোগ পাবেন এবং ব্যয়সংকোচনের পদক্ষেপে লাগাম টানার বিরোধী দলের প্রচেষ্টার বিরুদ্ধে আরও জোরালো লড়াই করতে পারবেন।

জে.এস/

প্রেসিডেন্ট আর্জেন্টিনা হাভিয়ের মিলেই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250