সম্প্রতি বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজের চারটি ফোন উন্মোচন করেছে অ্যাপল। এগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
এই সিরিজের ফোনের ফিচারে সবচেয়ে বড় যে পরিবর্তন দেখা গেছে তাহলো- চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট। লাইটনিং পোর্টের বদলে নতুন আইফোনে টাইপ-সি পোর্ট দেওয়ার পর গ্রাহকদের মধ্যেও বিভিন্ন ধরণের প্রশ্ন উঠেছে।
সম্প্রতি সংবাদমাধ্যম আমেরিকার প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের একটি প্রশ্ন-উত্তর পর্বে জানা গেল এক নতুন বিষয়। আর তাহলো- আইফোন ১৫ সিরিজের ফোনগুলোতে এমন একটি ফিচার রয়েছে, যা ব্যাটারিতে ৮০ শতাংশের বেশি চার্জ হতে দেবে না। সেটিংসে অপশনটি অ্যাকটিভ করা থাকলে ফোনের চার্জ ৮০ শতাংশ হওয়ার পর সেটি বন্ধ করার জন্য ব্যবহারকারীকে আর অপেক্ষা করতে হবে না, বরং সয়ংক্রিয়ভাবেই অতিরিক্ত চার্জ নেয়া বন্ধ করে দেবে ফোন। যা ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখবে।
অ্যাপল ইনসাইডার জানিয়েছে, অনেক ব্যবহারকারী ব্যাটারির সর্বোচ্চ সুবিধা পেতে সচেতনভাবেই ৪০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করেন। কিন্তু আইফোন ১৫ সিরিজের ফোন ব্যবহারকারীদের এজন্য কোন চিন্তা করতে হবে না। সেটিংসের ফিচারটি অ্যাকটিভ করে দিলেই হয়ে যাবে।
ফোন ১০০ শতাংশ চার্জ করলে বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে ঠিকই কিন্তু তা ব্যাটারির জন্য মোটেই ভালো নয়!
গ্যাজেট ৩৬০'র প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের ব্যাটারি কখনও ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া ঠিক নয়। ব্যাটারির সবশেষ ২০ শতাংশ চার্জের কারণে অতিরিক্ত গরম হয় যা ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেয়। এটা শুধু আইফোন নয়, যেকোনো ফোনের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। তাই ফোন যদি নিয়মিত ৮০% পর্যন্ত চার্জ করেন, তাহলে ব্যাটারি ভালো থাকবে।
এর আগেও অ্যাপলের ফোনে কাছাকাছি ধরনের একটি ফিচার ছিল, যার নাম ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’। এই ফিচার আইফোনকে ৮০ শতাংশের বেশি চার্জ হওয়া থেকে বিরত রাখত। তবে আইফোন ১৫ সিরিজের নতুন ফিচারটিতে চার্জের ক্ষেত্রে ব্যাটারি, ব্যাটারি হেলথ এবং চার্জিং অপ্টিমাইজেশন অপশন রয়েছে।
এসকে/
খবরটি শেয়ার করুন