রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এই বারবির নোবেল পুরস্কার আছে, স্বামীর সঙ্গে মালালার রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

স্বামী আসের মালিকের সঙ্গে পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই - ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই রোববার তার স্বামী আসের মালিকের সঙ্গে ব্লকবাস্টার হিট বারবি সিনেমা দেখেছেন। এসময় তিনিও গোলাপি রঙের পোশাক পরে তার স্বামীর সঙ্গে বারবি প্যাকেজিং এবং ফটো বুথের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

টুইটারে একটি ছবি পোস্ট করে রসিকতা করে তিনি লেখেন, 'এই বারবির একটি নোবেল পুরস্কার রয়েছে। এর সঙ্গে হার্ট ইমোজি ব্যবহার করে বলেন তিনি শুধুই কেইন।'

মালালার স্বামী তার টুইটে রিপ্লে দেন, 'আমি কেনাফ।' এর সঙ্গে কান্নার ইমোজি ব্যবহার করেন তিনি। 

'কেনাফ' শব্দটি গ্রেটা গারউইগের পরিচালনায় 'বারবি' সিনেমার অন্যতম চরিত্র রায়ান গসলিংয়ের একটি ডায়ালগ। 

টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, আসের মালিক সাদা রঙের টি-শার্টের ওপর কালো রঙের স্যুট পরিধান করেছেন। তিনি হাস্যোজ্জল মুখে মালালাকে জড়িয়ে ধরে আছেন। 

আরো পড়ুন: মার্কিনপ্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন-ভারতীয় হর্ষ বর্ধন

অনেক ভক্তরাই তাদের পোস্টটিকে মজার বলে মনে করছেন এবং তাদের রসিকতা নিয়ে মজা করেছেন। 

একজন ভক্ত মন্তব্য করেন, আপনারা সেরা, একটি ক্যাপশনই সবকিছু নির্ধারণ করে দিচ্ছে। 

আরেকজন মন্তব্য করেছেন, আমার দেখা সেরা একটি জুটি।

এম/


নোবেল শান্তি মালালা ইউসুফজাই বারবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন