রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

জয়কে নিয়ে শাকিবের ছবি, বীরকে নিয়ে বুবলীর ভিডিও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

জয়কে নিয়ে শাকিবের ছবি, বীরকে নিয়ে বুবলীর ভিডিও

সামাজিক মাধ্যমে গত মঙ্গলবার ভেসে ওঠা একটি ছবি নেটিজেনদের এক বিন্দুতে মিলিত হতে বাধ্য করেছিল। ছবিটি শাকিব খান ও তার ছেলে জয়ের। সেখানে দেখা যায়, পার্কের বেঞ্চে ঘুমাচ্ছে একরত্তি জয়। তাকে পাহারা দিচ্ছেন বাবা শাকিব।

সন্তানের প্রতি বাবার এই ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন নেটাগরিকরা। সেইসঙ্গে বোঝা যায়, জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে জমিয়ে সময় উপভোগ করছেন শাকিব। এদিকে শাকিব ছবি প্রকাশের একদিন যেতেই সরব হলেন বুবলী। প্রকাশ করলেন একটি ভিডিও।

বুবলীর ওই ভিডিওতে শাকিব ও তার সন্তান শেহজাদ খান বীরের একেবারে ছোটবয়স বন্দি আছে। সেখানে দেখা গেছে আদুল গায়ে বাবল নিয়ে খেলছে বীর। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে! বাপজানের আরও ছোটবেলায়।’

ধারণা করা হচ্ছে, শাকিব জয়ের ছবি প্রকাশ করাতেই বুবলী বীরের ভিডিও প্রকাশ করেছেন। কেননা কিং খানকে নিয়ে অপু-বুবলীর দ্বন্দ্বের কথা সবার জানা। এর আগেও অনেকবার শাকিবকে নিয়ে অপুকেন্দ্রিক কিছু দেখলেই পাল্টা পোস্ট করেছেন এ নায়িকা। সেখানে শাকিবকে রাখতে চাইতেন নিজের গণ্ডিতে। অন্যদিকে অপুও একই কাজ করতেন।

আরো পড়ুন: মিয়া খলিফার মতো খারাপ অভিজ্ঞতা নেই সানি লিওনের

তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছেন শাকিব এখন অপু কেন্দ্রিক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তারা। সন্তানের সঙ্গে এরইমধ্যে একাধিকবার নেটদুনিয়ায় সময় কাটাতে দেখা গেছে তাদের। দেখা গেছে ঘরোয়া অনুষ্ঠানেও। সেকারণেই হয়ত সন্তানের ভিডিও প্রকাশ করলেন। বীর-ই তার সব। এ কথা ইঙ্গিতে জানিয়ে দিলেন শাকিবকে।

এসি/ আইকেজে 


শাকিব বুবলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন