রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

নরেন্দ্র মোদীর আচরণে মুগ্ধ মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

মার্কিন থিঙ্ক-ট্যাঙ্কের সাথে যুক্ত বিশেষজ্ঞ ড. ম্যাক্স আব্রাহামস, গত বুধবার (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলার সুযোগ পান। বৈঠকের সময় প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হন তিনি। 

বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্রাহামস টুইট বার্তার মাধ্যমে জানান, বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনও ধরাবাঁধা নিয়ম ছিল না। নরেন্দ্র মোদী বৈঠকে উপস্থিত সবাইকেই তাকে যে কোনও প্রশ্ন জিজ্ঞেস করার অনুমতি প্রদান করেন। সবার কথা উনি মনোযোগ দিয়ে শুনছিলেন এবং অতি ভদ্রতার সাথে সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন।

মোদী এবং থিঙ্ক-ট্যাঙ্ক বিশেষজ্ঞদের বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর), নিউইয়র্কের নিযুক্ত প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ফেলো, মাইকেল ফ্রোম্যান; এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট, নিউইয়র্কের আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, ড্যানিয়েল রাসেল; এশিয়ান স্টাডিজ সেন্টারের পরিচালক এবং ডিসির হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক, জেফ এম স্মিথ; ওয়াশিংটন ডিসি ভিত্তিক 'দ্য ম্যারাথন ইনিশিয়েটিভ'-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গুরু সোলের প্রতিষ্ঠাতা-সদস্য, এলব্রিজ কোলবি।

প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে বেশ কয়েকজন নেতৃস্থানীয় মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞদের সাথে দেখা করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক এবং ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের ভারতে আমন্ত্রণ জানান তিনি।

সূত্র: এনডিটিভি


আই. কে. জে/


নরেন্দ্র মোদীর আচরণে মুগ্ধ মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক বিশেষজ্ঞরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250