সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাইজারে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাইজারের সামরিক অভ্যুত্থান নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) যে জরুরি বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। এতে করে দেশটির সেনাবাহিনীর উপর যে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছিল ইকোওয়াস সেটিও স্থগিত হয়েছে। 

শনিবার (১৩ আগস্ট) ঘানার রাজধানী আক্রায় এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে ‘কৌশলগত কারণ’ দেখিয়ে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। সময়সীমা পার হওয়ার পর গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সাংবিধানিক ব্যবস্থা ফেরাতে সশস্ত্র সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছিল ইকোওয়াসের সদস্য দেশগুলো। এ জন্য যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত হয়েছিল।

এদিকে  নাইজারে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের ঘোষণায় অভ্যুত্থানের সমর্থক কয়েক হাজার মানুষ দেশটির রাজধানী নিয়ামেতে শুক্রবার (১১ আগস্ট) বিক্ষোভ করেছেন। 

এম.এস.এইচ/

নাইজার ইকোওয়াস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন