রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান-শ্রীলঙ্কাতেই হতে যাচ্ছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

এশিয়া কাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা শেষ হতে চলেছে

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলের এশিয়া কাপ অনুমোদন দিতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ওই মডেলে শুরুতে পাকিস্তানে হবে কিছু ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। 

সংবাদ মাধ্যম ক্রিকইনফো এমনটাই জানতে পেরেছে। তারা দাবি করেছে, আগামী সপ্তাহের শুরুতেই এশিয়া কাপের ঘোষণা দেওয়া হতে পারে। সঙ্গে ভেন্যু ও সূচি চূড়ান্ত হতে পারে। 

পিসিবির প্রস্তাবিত মডেলে অনুযায়ী, পাকিস্তানে চার বা পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচসহ আসরের বাকি আট বা নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। 

পাকিস্তানের লেগের ম্যাচ গুলো ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি

এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়ে গো ধরে ছিল পাকিস্তান। আসরের কিছু ম্যাচ তারা আয়োজন করতে না পারলে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে না বলে জোর দিয়ে বলে আসছে পিসিবি। এমনকি এশিয়া কাপ  ও ক্রিকেট বিশ্বকাপ দ্বন্দ্বে ভারতে সাফ চ্যাম্পিয়ন্সশিপ (ফুটবল) খেলতে দল না পাঠানোর মতো সিদ্ধান্তের কথা জানা গিয়েছিল। শেষ পর্যন্ত জয় হলো পিসিবির। 

এখন পাকিস্তানের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পথ খুলে গেল। তবে সংবাদ মাধ্যম দাবি করেছে, পিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার শর্তে রাজি হওয়ার আগে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে পাকিস্তান আসতে হবে এমন নিশ্চয়তা চাইবে। 

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। পুরো আসরটি তারা পাকিস্তানে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারত ওই সফরে যাবে না বলে জানিয়ে দেয়।

এরপর পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাব করে। সেখানে ভেন্যুর প্রস্তাব দেওয়া হয় পাকিস্তান ও আরব আমিরাত। আমিরাতের বড় স্টেডিয়াম ও বেশি রিভিনিউ প্রাপ্তির কারণে আমিরাতকেই নিরপেক্ষ ভেন্যু করতে শক্ত অবস্থান নিয়েছিল পিসিবি। কিন্তু সেপ্টেম্বরে আমিরাতের অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা আপত্তি জানায়। সায় ছিল না ভারতেরও।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন