ছবি : সংগৃহীত
সবারই জানা, বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় পানি। এই তরল পান করে না এমন প্রাণি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু পানির পরই কোন পানীয় আছে যা বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয়। উত্তরটা অনেকেরই অজানা। অথচ এ পানীয়ের সঙ্গে প্রায় প্রাত্যহিক পরিচয় হয় মানুষের।
আরো পড়ুন : মাটির ভাঁড়ে চা খাওয়া কি স্বাস্থ্যকর?
মানব জীবনের সঙ্গে জড়িয়ে আছে এ পানীয়ের নাম। যা কেবল তেষ্টা মেটায় না, সেই সঙ্গে ক্লান্তিও দূর করে। মানুষকে নতুন করে কাজের প্রেরণা দেয়। সারাদিনে এ পানীয় একাধিকবারও মানুষের মন ভাল করে পৌঁছে যায় পাকস্থলীতে।
অনেকেই হয়তো আন্দাজটা এবার করতে পারছেন। পানীয়টি হল চা।
চা এমন এক পানীয় যা বিশ্বে পানি পানের পর সবচেয়ে বেশি পান করে থাকে মানুষ।
এস/ আই. কে. জে/