সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রিগোজিনকে বহনকারী বিমানটির কি হয়েছিল?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমানটির ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোয়াশাঁর সৃষ্টি হয়েছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ‘একটি জেট প্লেনে করে প্রিগোজিনসহ মোট ১০ আরোহী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। রাডারের তথ্য থেকে জানা যায় যে, প্লেনটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও এটিতে কোনো ধরনের সমস্যা ছিল না। হঠাৎ করেই প্লেনটি খাড়াখাড়িভাবে মাটিতে আছড়ে পড়ে।’

প্লেনটি হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ার ব্যাপারে ‘ফ্লাইট রাডার ২৪’এর কর্মকর্তা ইয়ান পেটচিনিক বলেন, “প্লেনটি বিধ্বস্তের ৩০ সেকেন্ড আগে হঠাৎ খাড়াখাড়িভাবে নিচু হয়ে যায়। এটি ২৮ হাজার ফুট উচ্চতা থেকে ৮ হাজার ফুট উচ্চতা পর্যন্ত খুব দ্রুত খাড়াভাবে নামে।”

তিনি আরও বলেছেন, “প্লেনটিতে কি হয়েছে তা নিয়ে এখনো তাদের মধ্যে বিতর্ক চলছে। কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়ার আগে, প্লেনটিতে কোনো ধরনের গোলযোগের আলামত ছিল না।’

প্লেনটি বিধ্বস্ত হওয়ার ভিডিওতে দেখা যায়, প্লেনটির খুব দ্রুত গতিতে নিচে নেমে আসছে এবং এটির নাকটি প্রায় সোজা নিচের দিক বরাবর ছিল। এছাড়া প্লেনটির পেছনের দিকে ধোঁয়ার কুণ্ডলিও ছিল। 

এদিকে একটি গোপন সূত্র এ ঘটনার ব্যাপারে রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, তাদের বিশ্বাস প্লেনটি ভূমি থেকে নিক্ষিপ্ত এক বা একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। তবে রয়টার্স এখনো এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এম.এস.এইচ/ 

পুতিন বিমান দূঘর্টনা প্রিগোজিন

খবরটি শেয়ার করুন