শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

বর্ষায় কেমন শাড়ি পরা উচিত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্ষার আবহাওয়া বোঝা কঠিন। এই ভ্যাঁপসা গরম, আবার এই নিঝুম বৃষ্টি। আবহাওয়া যেমনই হোক বিয়ে কিংবা উৎসব আয়োজন তো আর থেমে থাকে না। সমস্যা হলো এই জল-কাদা আর গরমের ভিড়ে শাড়ি পরতে ইচ্ছে করলেও এড়িয়ে যান অনেকে। 

খুব বেশি কারুকাজের শাড়ি বর্ষায় সামলানো কঠিন। তাই বলে সাজগোজ তো বন্ধ রাখা যাবে না। বরং এসময় একটু বুদ্ধি খাটিয়ে শাড়ি বাছাই করলেই হলো। প্রিয় বন্ধুর বিয়ে কিংবা অফিসের পার্টি— বর্ষায় শাড়ি পরতে চাইলে কেমন শাড়ি পছন্দের তালিকায় রাখবেন চলুন জানা যাক- 

শিফনেই বাজিমাত 

অনেকেই জরি সুতা, চুমকির কাজ করা শাড়ি পছন্দ করেন। কিন্তু বর্ষাকাল এমন পোশাক পরার জন্য উপযুক্ত হয়। হালকা বৃষ্টিতেই শাড়ির কাজ নষ্ট হতে পারে। তাই জরি সুতা বা চুমকির কাজ ছাড়া শাড়ি পরতে চেষ্টা করুন। এক্ষেত্রে বেছে নিতে পারেন শিফন শাড়ি। বর্তমানে কিন্তু এই শাড়ির ট্রেন্ড চলছে। 

আলিয়া ভাটের মতো এক রঙা বা দুই শেডের শিফন পরতে পারেন। ইচ্ছে হলে প্রিন্টেড শাড়িও পরতে পারেন। পছন্দের ডিপ নেকের ব্লাউজ, কানে বড় ঝুমকা আর হালকা মেকআপ—ব্যাস। নজর কাড়তে এটুকুই যথেষ্ট। 

জর্জেট বেনারসি

খুব কাছের বন্ধুর বিয়ে। ঠিক করেছেন বেনারসি পরবেন। বর্ষায় কাতান বেনারসি না পরে বেছে নিন জর্জেট বেনারসি। দেখতে ভারী লাগলেও এই শাড়ি ওজনে খুব হালকা। তাই বর্ষায় সহজে সামলানো যায়।

এমন একটি শাড়ির সঙ্গে ট্রেডিশনাল লুক কিন্তু বেশ মানিয়ে যাবে। সঙ্গে খোঁপা বা বেণীতে সেট করে নিন গাজরা। 

ট্রেন্ডিং অরগ্যাঞ্জা

হালফ্যাশনে অরগ্যাঞ্জা শাড়ির কদর অনেক। বর্ষায় বিয়েবাড়ি থাকলে এই শাড়িও রাখতে পারেন পছন্দের তালিকায়। খুব হালকা হয় এই শাড়ি। আসল অরগ্যাঞ্জা এতটাই হালকা হয় যে, তা গায়ের সঙ্গে লেপ্টে থাকে সহজেই। 

আরো পড়ুন: বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার সহজ কৌশল

বর্ষায় এই রকম শাড়ি পরলে দেখতেও ভাল লাগবে আর পরতেও খুব বেশি ঝক্কি পোহাতে হবে না। কনট্রাস্ট ব্লাউজ, একটু জমকালো মেকআপ আর ছিমছাম গয়নার সঙ্গে এই শাড়ি বেশ মানাবে। 

বর্ষার উৎসব আয়োজনে শাড়ি পরতে চাইলে ভারী শাড়ি এড়িয়ে চলুন। হালকা শাড়ির সঙ্গে বেছে নিন ভারী নকশার ব্লাউজ। গয়নাগাটি পরুন সামঞ্জস্য রেখে। ভারী মেকআপ না করে নিজেকে কিছুটা স্নিগ্ধ রাখার চেষ্টা করুন। তাতেই অপরূপা হয়ে উঠবেন আপনি। 

এসি/ আই.কে.জে. 


বর্ষায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250