শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

বারান্দা ছোট হলেও সাজানো সম্ভব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

অনেক বড় বারান্দাসহ বাসা এখন খুব কমই আছে। তাই ছোট বারান্দাতেই সখ মেটাতে হয় সকলকে। তবে চিন্তার কোনও কারণ নেই। আপনার ফ্ল্যাটের ছোট বারান্দাও সুন্দর করা সম্ভব। চলুন জেনে নিই কিছু সহজ উপায়:-

দেওয়াল ব্যবহার করুন- 

বেশি জায়গা না থাকলে বারান্দার দেওয়ালগুলো ব্যবহার করুন। ছবি, আয়না বা ঘর সাজানোর জিনিস দিয়ে সাজানো তাক তো ঝোলাতেই পারেন। কিন্তু লতানো গাছ রাখার কথাও ভাবুন। দেওয়াল জুড়ে ঝোপের মতো বড় হবে— এই ধরনের গাছ রাখতে পারেন। তাহলে বাড়ির বাগানের একটা আমেজ পাওয়া যাবে।

বসার ব্যবস্থা করুন- 

বারান্দায় বসে গল্প করতে বা চা-কফি খেতে কার না ভাল লাগে। তাই একটা বসার ব্যবস্থা অবশ্যই করবেন। ছোট্ট টেবিল আর দু’টো চেয়ার পাততে পারেন। খুব ছোট জায়গা হলে ফোল্ডিং চেয়ার-টেবিল কিনুন। যদি মনে হয়, তাতেও অসুবিধা হচ্ছে, তাহলে আরও একটা উপায় আছে। মাটিতে পাতার বড়সড় কুশন পাততে পারেন। সেগুলোর কভার মাঝে মাঝে বদল করলে বারান্দার সাজও বদলে যাবে।

গাছ লাগান যথেষ্ট-

 সবুজে মুড়ে দিন বারান্দার ধারগুলো। মাটিতে বেশি জায়গা না হলে নানা আকারের রংবেরঙের ঝোলানো টব লাগান। কাঠ বা আয়রনের গাছ রাখার দু’-তিন থাকি তাকও রাখতে পারেন বারান্দার একদিকে। তাহলে বেশি সংখ্যায় গাছ লাগাতে পারবেন। মরসুমি ফুলের গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। তা ছাড়াও বোগেনভিলিয়ার মতো লতানো ফুলের গাছ লাগান।

আলো দিয়ে সাজান-

কৃত্রিম মোমবাতি দিয়ে সাজাতে পারেন বারান্দা। সন্ধের পর বন্ধুদের আড্ডা জমবে এখানেই। কিংবা বিশেষ দিনে পছন্দের মানুষের সঙ্গে রোম্যান্টিক ডিনারের আয়োজনও হয়ে যাবে আপনার প্রিয় বারান্দাতেই।

বাগানের মতো-

কৃত্রিম ঘাস লাগিয়ে অনেকেই এখন বারান্দাটা বাগানের মতো সাজান। পুরোটা না করলেও একদিকটা এভাবে সাজাতে পারেন। পাশে নুড়ি পাথর ছড়িয়ে দিন। বসার জায়গায় কার্পেট বা ডোরি পেতে দিন। একঘেয়েমি কাটবে।

এস/ আই.কে.জে/

বারান্দা সাজানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250