শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দিনাজপুর জেলার ফুলবাড়ি পৌর শহরের কাটাবাড়ি কাঁচাবাজারে শনিবার বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী দুই ব্যবসায়ীকে এই জরিমানা করেন। 

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরই দিনাজপুরে হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেড়ে যায়। এতে প্রতি কেজি পেঁয়াজ বাজারে বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকা। ব্যবসায়ীদের জরিমানার পর সহকারী কমিশনার আরিফ চৌধুরী ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন।

আরো পড়ুন: জেলের জালে ২০ কেজির কোরাল, দাম ২২ হাজার টাকা

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯শে অক্টোবর বাড়তি রপ্তানি মূল্য নির্ধারণ করে ভারত। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হলেও তা আরও তিন মাসের জন্য বৃদ্ধি করেছে ভারত।

এ বিষয়ক আগের নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্বের যে কোনো দেশেই পেঁয়াজ রপ্তানি করা যাবে। তবে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য ৮০০ ডলার রাখতে হবে। পরিবহন ও বীমা খরচ এ দামের সাথে অন্তর্ভুক্ত নয় বলেও জানানো হয়।

এসি/ আই. কে. জে/ 


পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন