সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ গ্রিসে দাবানলের পরিধি বেড়েই চলছে। দাবানল নিয়ন্ত্রণে লড়াইও করছে গ্রিক কর্তৃপক্ষ। এরকম পরিস্থিতির মধ্যেই দেশটির একটি জঙ্গলে মিলেছে ১৮ টি মরদেহ।

তবে মৃতদের সকলেই অবৈধ অভিবাসন-প্রত্যাশী বলে মনে করছে গ্রিক প্রশাসন। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে বিপর্যস্ত উত্তর গ্রিসের একটি বনাঞ্চলে ১৮ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে গ্রিক ফায়ার সার্ভিস। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দাবানলে মারা যাওয়া ব্যক্তিরা অভিবাসী হতে পারে। এই ঘটনায় একটি তদন্ত দল দাদিয়া বনের কাছে ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

বিবিসি বলছে, উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চল সাম্প্রতিক সময়ে দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রিসের এই অঞ্চলটি তুরস্ক সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। এছাড়া দাবানলের কারণে আলেকজান্দ্রোপলিস শহরের একটি হাসপাতালও খালি করতে হয়েছে।

এদিকে দাবানলের প্রভাবে গ্রিসের কয়েকটি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে এবং প্রবল বাতাস ও এই উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল আরও গতি পাচ্ছে। 

এম.এস.এইচ/

গ্রিস দাবানল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন