বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যে দোয়া পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

বিপদে মুসিবতে সন্তুষ্টচিত্তে থাকে এমন বান্দাকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। তাকে আল্লাহ তায়ালা বিভিন্ন ধরনের বিপদ-আপদ, কষ্ট ও পেরেশানি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি চাইলে আমাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। রাসুলুল্লাহ (সা.) কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন। আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া-

আরবি উচ্চারণ:

اللهم استرْ عورتنا وآمنْ روعاتن

উচ্চারণ: ‘আল্লাহুম্মাস তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াআতিনা।’ (মুসনাদে আহমাদ)

অর্থ: হে আল্লাহ আমাদের সকল দুর্বলতাকে আপনি ঢেকে রাখুন এবং আমাদের অস্থিরতাকে স্থিরতায় পরিণত করুন।

উৎস: খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামগণ রাসুলুল্লাহ (সা.)- এর নিকট আবেদন করলাম হে আল্লাহর রাসুল! এ কঠিন মুহূর্তে আমাদের জন্য কোনো দোয়া আছে কি? তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, তোমরা আল্লাহর নিকট এভাবে দোয়া কর। সাহাবায়ে কেরামগণ উপরোক্ত দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা বাতাসের মাধ্যমে শত্রু বাহিনীকে ধ্বংস করে দেন।

ওআ/

দোয়া আল্লাহ

খবরটি শেয়ার করুন