ছবি: সংগৃহীত
দোকানে বিভিন্ন রকম সুগন্ধি দেওয়া ক্লিনার পাওয়া যায়। কিন্তু সেগুলির দামও কম নয়। তার উপর, ঘরের মেঝে, রান্নাঘরের সিঙ্ক, কাচের টেবিল, গ্যাস অভেন, মাইক্রোওয়েভ সব কিছু জন্য আবার আলাদা ক্লিনার মজুত বাজারে। তাতে সমস্যা দুই:
এক খরচ অনেক বেড়ে যায়, দুই, সেই সুগন্ধির বোতল খুলতে না খুলতেই হাঁচি শুরু হয়ে যায় অনেকের। গলা খুসখুস করে। কিন্তু আপনি যদি প্রাকৃতিক উপায়ে ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে ক্লিনার বানিয়ে নিন তাতে আপনার জন্য যেমন স্বাস্থ্যবান হবে ঠিক তেমন লাভজনকও। চলুন জেনে নিই কিভাবে বানাবেন সেই ক্লিনার-
পদ্ধতি-
১) কমলালেবু বা মুসাম্বি লেবুর খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন।
২) ছোট ছোট করে খোসা কুচিয়ে, স্প্রে বোতলের মধ্যে ভরে নিন।
৩) এবার বোতলের মধ্যে অর্ধেক ভিনিগার এবং এক চা চামচ নুন দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
আরো পড়ুন : শীতে ত্বকের রুক্ষতা দূর করবেন যেভাবে
৪) তবে খেয়াল রাখতে হবে যে বোতলের মধ্যে এই মিশ্রণটি রাখছেন, তা যেন বায়ুরোধী হয়। কাচের হলে আরও ভাল।
যে কারণে লেবুর খোসা দিয়ে বানানো ক্লিনার ব্যাবহার করবেন-
১) বাজারজাত ক্লিনারের চেয়ে লেবুর খোসা দিয়ে তৈরি ক্লিনার সাশ্রয়ী।
২) বাড়িতে তৈরি ক্লিনার একেবারেই রাসায়নিকমুক্ত। তাই এখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
৩) লেবুর নিজস্ব একটা গন্ধ রয়েছে। এই ধরনের গন্ধ শরীরে গেলে ফুসফুসের কোনও ক্ষতি হয় না।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন