রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা *** দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান *** ‘দুধ দিয়ে গোসল করলে কী হয়’ *** ৩ মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায় *** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি

ভারত-চীন সংকট

শি-মোদী বৈঠকের সম্ভাবনা, সেনা সরাতে চাপ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

নরেন্দ্র মোদী ও শি জিনপিং

আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের আসরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ঠিক আগে মঙ্গলবার (১৫ আগস্ট) পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে চুসুল-মলডো সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসেন দু’দেশের সেনাকর্তারা। বৈঠকে ভারতের পক্ষ থেকে তিন বছরের আগেকার স্থিতাবস্থা অবিলম্বে বহাল রাখা ও ডেপসাং ও ডেমচক থেকে চিনা সেনাদের পিছিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে।   

তিন বছর আগে গলওয়ান উপত্যাকায় ভারতীয় অংশে আচমকাই ঢুকে আসে চিন সেনারা। দু’পক্ষের সংঘর্ষে ক্ষয়ক্ষতি হয় উভয় শিবিরের। তারপর থেকেই সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। যার ফল হিসাবে ২০২১ সালে গোগরা হটস্প্রিং এলাকা ও প্যাংগং লেকের বিস্তীর্ণ অংশ থেকে সেনা প্রত্যাহার করে নেয় দু’দেশই। ভারত ফিরে যায় ফিঙ্গার-২ ও ফিঙ্গার-৩ এর মাঝে থাকা ধানসিংহ ধাপা পোস্টে। 

অন্য দিকে, চিন সেনা ফিঙ্গার ৮ থেকে পিছিয়ে যায়। কার্যত ফিঙ্গার-৩ থেকে ফিঙ্গার-৮ এই দশ কিলোমিটার এলাকা আপাতত বাফার জ়োন হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, সেনা প্রত্যাহারের ফলে বিস্তীর্ণ এলাকায় (ফিঙ্গার ৩-৮) টহলদারিতে যাওয়ার অধিকার হারিয়েছে ভারতীয় সেনা। ২০২০ সালে গলওয়ানে হওয়া সংঘর্ষের আগে ওই পয়েন্টগুলিতে ভারতীয় সেনা টহলদারিতে যেতে পারত। কিন্তু চিনের সঙ্গে সমঝোতা করে ওই এলাকা হারিয়েছে ভারত। যদিও নরেন্দ্র মোদী সরকারের দাবি, চিন সেনার কাছে কোনো জমি হারায়নি ভারত।

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের পরে আগামী মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন রয়েছে। দু’টি বৈঠকেই উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদী ও শি জিংপিং-এর। তার আগে দুই শিবিরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে আজকের বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ ভারতের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন লে-র ১৪ কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি। চিনের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার। 

সূত্রের মতে, বৈঠকে ডেপসাং এলাকায় চিন সেনা যে অবস্থানে ঘাটি গেড়ে রয়েছে সেখান থেকে পিছিয়ে যাওয়ার দাবি জানিয়েছে ভারত। ওই এলাকায় চিন সেনার উপস্থিতির জন্য ভারতের কাছে রণকৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। তাছাড়া, চিনা সেনার এগিয়ে আসার কারণে ওই এলাকায় নজরদারিও চালাতে পারছে না ভারত। একই ভাবে ডেমচক এলাকায় নিজেদের অবস্থান ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছে চিন। বাঙ্কার বানিয়ে ফেলেছে চিনা সেনারা। সে সব এলাকা থেকে পিছিয়ে যাওয়ার পাশাপাশি পাকা কাঠামোযুক্ত বাঙ্কার-সহ সব কিছু নষ্ট করে দিতে বলা হয়েছে চিনকে।

এসকে/ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শি জিনপিং চীন-ভারত সংকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

Footer Up 970x250