ছবি: সংগৃহীত
গত শনিবার (২৬ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে ক্রমবর্ধমান তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। চলতি গ্রীষ্মের এটা সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে।
আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) এর তথ্য অনুসারে, রোববার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে আল-ধাফরা অঞ্চলের আবু ধাবির ওতাইদে তাপমাত্রা মাপা মিটারের পারদ ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে।
এর আগে জুলাইয়ে পৃথিবীতে উষ্ণতম মাস রেকর্ড করা হয়। আমিরাতে গ্রীষ্মে শীর্ষ সময় অতিক্রম করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ৫০ ডিগ্রি চিহ্নিত করা হয়।
ক্রমবর্ধমান তাপ এবং তীব্র আর্দ্রতার কারণে চিকিৎসকরা দীর্ঘ সময় সরাসরি সূর্যের আলো থেকে বিরত থাকতে বিশেষ করে পরামর্শ জারি করেছে।
আর.এইচ
খবরটি শেয়ার করুন