বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর হলেও বর্ষায় খাবেন না যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্ষায় স্বাস্থ্য সতর্কতা বাড়তি মনোযোগ দাবি করে। এই সময় খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। স্বাস্থ্যকর অনেক খাবারও এই সময় পেটে গোলযোগের কারণ হতে পারে। আবার অনেক সংক্রমণও ছড়াতে পারে। স্বাস্থ্যকর তারপরও কোন খাবারগুলো এ সময় এড়িয়ে চলা ভালো? চলুন জেনে নেই:  


শাক

শাক-সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে বর্ষায় পোকা-মাকড় ও জীবাণুর সংক্রমণ নিয়ে থাকে ভয়। বিশেষত শাকে পোকামাকড় ও জীবাণু আশ্রয় নেয় সহজেই। তাই এই সময় শাকজাতীয় সবজি এড়িয়ে চলাই ভালো। আর যদি খেতেই হয় তাহলে ভালোভাবে ভাঁপ দিয়ে সেদ্ধ করে নিন। তাহলে জীবাণু মরে যাবে। 


সামুদ্রিক মাছ

বর্ষা সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম। তাই এই সময় এ ধরনের মাছ বিক্রি অনুৎসাহিত করতেই সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করা জরুরি।

আরো পড়ুন:বর্ষায় বাগানের যত্ন


মাশরুম

বর্ষাকালে এই খাবার কম খাওয়াই ভাল। কারণ এসময় মাশরুমে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। ফলে বর্ষায় মাশরুম খেলে সংক্রমণের আশঙ্কা থাকে। অ্যালার্জির সমস্যা থাকলেও বর্ষাকালে মাশরুম এড়িয়ে চলা ভালো। মাশরুম খেতে যদি খুব ইচ্ছা করে, তবে রাঁধার আগে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। পারলে গরম পানিতে ফুটিয়ে নিন।

এম/


স্বাস্থ্যকর বর্ষা খাবার

খবরটি শেয়ার করুন