সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

‘মুরগি’ বানিয়ে শাস্তি দেওয়ায় সরকারি কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

এক ব্যক্তিকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়ায় বরখাস্ত হলেন এক সরকারি কর্মকর্তা। ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরে এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) উদিত পাবারের কাছে শ্মশানের জায়গা পাওয়ার জন্য যান ভুক্তভোগী পাপ্পু। এসময় তাকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়া হয়। 

তবে অভিযুক্ত পাবার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুক্তভোগী নিজেই ওই অঙ্গভঙ্গিতে বসেছিলেন। 

পাপ্পু জানান, অন্যান্য গ্রামবাসীর সঙ্গে শ্মশানের জায়গার জন্য তিনি এসডিএম অফিসে যান। তিনি আমাদের অনুরোধ না রেখে আমাকে মুরগির মতো বসিয়ে রেখেছিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম কেন এমন করলেন? তিনি আমাকে আরও নির্যাতন করতে লাগলেন। 

এ নিয়ে অভিযুক্ত উদিত পাবার বলেন, গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে ওই অঙ্গভঙ্গিতে বসেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করলেন? এমন সময় একজন ভিডিওটি ধারণ করে। আমি তাঁকে শাস্তি দিয়েছি এটি সত্য নয়। 

বেরেলি জেলার ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, তদন্তে উদিতের বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলেছে। এ জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।  

ওআ/

বরখাস্ত শাস্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন