ছবি : সংগৃহীত
অতিরিক্ত চুল পড়ার কারণে মাথা টাক হয়ে যায়। বিশেষ করে পুরুষদের এ সমস্যা বেশি দেখা দেয়। অনেকের আবার অল্প বয়সেই টাক পড়ে যায়। এর ফলে তাকে দেখে বয়স্ক মনে হয়। তখন এ নিয়ে চিন্তায় পড়ে দ্রুত সমাধানের জন্য অনেকে নানা ধরনের রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু তাতে কোনো কাজ হয় না। তবে কয়েকটি উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এমন তিন উপায়-
মেথির ব্যবহার
চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে মেথি অত্যন্ত উপকারী। এর ব্যবহারের জন্য প্রথমেই পরিমাণ মতো মেথি রাতেই পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর সকালে ব্লেন্ড করে এর সঙ্গে টকদই ও মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি তৈরি হয়ে গেলে মাথার ত্বক ও চুলে লাগিয়ে ৩০ মিনিট অথবা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এটি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
আরো পড়ুন : চুল সোজা করার ঘরোয়া টিপস
নিমপাতার ব্যবহার
ত্বকের যত্নে আমরা নিমপাতার ব্যবহার করে থাকি। এটি অনেক সমস্যা সমাধানের কার্যকরী একটি উপাদান। তবে এটি শুধু ত্বকের যত্নে না চুলের জন্যও খুব উপকারী। নিমপাতা টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এটি ব্যবহারের জন্য আপনি একমুঠো পরিমাণ নিমপাতা এক লিটার পানির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এটি বোতলে সংরক্ষণ করে রেখে দিন। প্রতি সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু করার পরে এটি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন। এর ফলে মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির সমস্যা কমে চুলের গোঁড়া মজবুত হবে ও নতুন চুল গজাবে।
পেঁয়াজের রস ব্যবহার
বয়সের আগেই চুল পড়ে টাক হয়ে যাচ্ছেন? এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। এর গন্ধ হয়ত আপনার ভালো লাগবে না তবে এটি চুলের জন্য বেশ উপকারী। পেঁয়াজের ব্যবহার চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের প্যাক তৈরির জন্য পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নিন। এবার এটি চুলে লাগিয়ে ৩০ মিনিটের মতো রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন