সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোটেল রুমের চাদর সাদা হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকাল মানে ট্যুর বা ভ্রমণের জন্য যেন উপযুক্ত সময়। বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় হোটেলে নিশ্চয়ই থেকেছেন। একটি বিষয় কি কখনো খেয়াল করেছেন? বেশিরভাগ হোটেলেই, বিছানার চাদর আর বালিশ সাদা রঙের হয়ে থাকে। 

কিন্তু সাদা রঙ তো অন্য রঙের তুলনায় দ্রুত ময়লা হয়? এরপরও কেন হোটেল কর্তৃপক্ষ এই রঙই বেছে নেন? চলুন জানা যাক-

এই চল শুরু হয় নব্বইয়ের দশকে। শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেলে প্রথম সাদা চাদর ব্যবহার শুরু করে। এরপর থেকেই এই প্রথা চলে আসছে। বলা হয়, পরিষ্কার সাদা বালিশ আর চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে।

আরো পড়ুন : নতুন বছরেও সিঙ্গেল থাকতে না চাইলে করুন এই চার কাজ

হোটেল রুমে বিছানার চাদর আর বালিশ সাদা রঙ হওয়ার পেছনে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সাদা রং আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়। এজন্য সাদা চাদর, বালিশ বা পর্দা ব্যবহার করলে হোটেলের ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায়। সাদা রং ব্যবহার করলে ঘর অপেক্ষাকৃত বড়ও দেখায়।

চাদরের রঙ সাদা হওয়ার আরেকটি বড় কারণ হলো সহজে ধোয়া। সব চাদর সাদা হওয়ায় একইসঙ্গে সহজে সবগুলো চাদর ধুয়ে ফেলা যায়। যদি ভিন্ন রঙের চাদর ব্যবহার করা হতো, তবে এক চাদরের রঙ অন্য চাদরে লেগে যাওয়া আশঙ্কা থাকতো। এই ঝুঁকি সহজে এড়াতে সাদা রঙ ব্যবহার হয়।

হোটেলের দেওয়াল বা পর্দা যে রঙেরই হোক না কেন, সাদা বিছানার চাদর আর বালিশের কভার সহজেই সেই রঙের সঙ্গে মানিয়ে যায়। এটিও একটি কারণ বটে। হোটেল কক্ষের চাদর সাদা হওয়ার আরেকটি কারণ হলো, এই রঙটি বিলাসিতার প্রতীক।

হোটেল রুমে অতিথি প্রবেশ করে সফেদ চাদর দেখলে মন প্রফুল্ল হয়। তারা বুঝে নেন এই হোটেলের সবকিছু পরিচ্ছন্ন। আর ভালো ঘুমের জন্যও রঙটি সহায়ক। 

এস/ এসি

সাদা চাদর হোটেল রুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন