সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুখবরের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সেন্ট মার্টিন সৈকতে পরিচ্ছনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

নানা চ্যালেঞ্জ অতিক্রম করে সাফল্যের সঙ্গে পাঁচটি বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো দেশের ইতিবাচক ধারার অনলাইন গণমাধ্যম (sukhabor.com) সুখবর ডটকম। শুরু থেকেই যা কিছু ভালো, ইতিবাচক, সুন্দর, স্বস্তিদায়ক, উৎসাহব্যাঞ্জক তার সঙ্গে রয়েছে সুখবর ডটকম। ২০১৯ সালে যাত্রা শুরুর পর সব ধরনের নেতিবাচকতা পরিহার করে উন্নয়ন ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে আসছে নিউজ পোর্টালটি। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইন চালিয়ে আসছে। 

৫ম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৬ ডিসেম্বর, ২০২৩ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে যায় ত্রিশ সদস্যের সুখবর টিম। সেখানে বিনোদনের পাশাপাশি তারা সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সুখবর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়।

 

সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পলিথিন, চিপসের মোড়ক, প্লাস্টিকের বোতল প্রসঙ্গে জনসচেতনতার তাগিদ দিয়ে খোকন কুমার রায় বলেন, সেন্ট মার্টিন আমাদের গর্ব। এত সুন্দর, দীর্ঘ প্রবাল দ্বীপ বিশ্বে খুব কম আছে। দৃষ্টিনন্দন এই দ্বীপের সৈকতের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। সেন্ট মার্টিনের নৈসর্গিক সৌন্দর্য যারা উপভোগ করতে আসেন, সেই সব পর্যটকদের সচেতন হতে হবে। পানি বা সফট ড্রিংসের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সৈকতের যেখানে সেখানে না ফেলে নির্ধারিত জায়গায় ফেললে পরিবেশটা সুন্দর থাকে। তাছাড়া এসব পলিখিন সাগরে মিশে মাছ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই এ বিষয়ে সুখবরের পক্ষ থেকে আমি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানাই। 
 
আই.কে.জে/ ওআ

সুখবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন