সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় গান গাইবেন নচিকেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সংগীত জীবনের ৩০ বছর পার করছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের কণ্ঠশিল্পী নচিকেতা তিন দশকের বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন।

৩০ বছর উপলক্ষে এবার ঢাকায় গান শোনাবেন নচিকেতা। আগামীকাল ১০ নভেম্বর রাজধানীর কেআইবি মিলনায়তনে বসবে তার গানের আসর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' শীর্ষক কনসার্টে নচিকেতা গান গাইবেন।

নচিকেতার প্রথম আ্যলবাম 'এই বেশ ভালো আছি' ১৯৯৩ সালে প্রকাশ পায়। তারপর ৩০ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মোহিত করে রেখেছেন তিনি। নানান ধরনের গান করলেও জীবনমুখী গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত নচিকেতা।

আরো পড়ুন: সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

ইতোমধ্যে কলকাতায় 'তিরিশে নচিকেতা' এই আয়োজন উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এই আয়োজন। নচিকেতা চক্রবর্তী বলেন, 'আমি বাংলায় গান করি। আমার শ্রোতা কলকাতায় যতটা, ঢাকায়ও ততটাই। আমার সংগীতজীবনের ৩০ বছর পূর্তির আয়োজন তাই ঢাকায় না হলে অপূর্ণ থেকে যায়। জয় শাহরিয়ার আমার স্নেহভাজন। তার আয়োজনেই আসছি ঢাকার শ্রোতাদের গান শোনাতে। আশা করি একটা দারুণ সন্ধ্যা কাটবে।'

এসি/ আই.কে.জে/


নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন