শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

পূজায় কী পোশাক এলো এবার ছোটদের জন্য

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব শুধু বড়দের জন্যই আসে না, ছোটদের জন্যও মুগ্ধতা, অপার বিস্ময় ও আনন্দের বারতা নিয়ে আসে। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমবেশি প্রতিটি ফ্যাশন হাউসেই ছোটদের জন্য থাকছে নানা রঙিন পোশাকের আয়োজন।

আবহাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে শিশুর পূজার পোশাক নির্বাচন করা ভালো। পূজায় যেহেতু এখনো গরম থাকছে, তাই ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। সুতি বা লিনেন কাপড়ের পোশাকে আরাম পাবে শিশু। জমকালো পোশাকগুলো রাতে ঘুরে বেড়ানোর জন্য তোলা থাক। দিনে বা রাতে যে সময়ই বের হোন না কেন, শিশুর জন্য ফুল হাতার পোশাক বেছে না নেওয়াই ভালো।

মেয়েশিশুদের পোশাক


ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, মেয়েশিশুদের জন্য এবার ফ্রকের আয়োজন থাকছে বেশি। একছাটের ফ্রক চলছে বেশি। ফ্রকের নিচে দেখা গেল ফ্রিলের ব্যবহার। জামার হাতের প্যাটার্নে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আবহ। কোনো কোনো পোশাকের হাতায় থাকছে ফ্রিলের ব্যবহার আবার কোনো পোশাকে কাফতান ছাট।

সারা দিনের ঘোরাফেরায় শিশু যেন অস্থির হয়ে না পড়ে এবং পোশাকগুলোয় যাতে সহজেই বাতাস চলাচল করতে পারে, পোশাকের ছাট নির্বাচনের সময় এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটদের জন্য স্লিভলেস পোশাকও চলছে। এ ছাড়া নানা রকম শর্ট টপ-কুর্তার আয়োজন থাকছে।

আরো পড়ুন : পূজায় কেমন হওয়া উচিত ছেলেদের পোশাক

ফ্যাশন হাউস লা রিভের বিক্রেতারা জানান, ছোটদের পোশাকে এবার মোটিফ হিসেবে ফুলেল নকশাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। সুতির পাশাপাশি পোশাকে এবার লিনেন কাপড়ের ব্যবহার হয়েছে বেশি। এ ছাড়া শিশুদের জন্য থাকছে পার্টি ফ্রক, যেখানে সফট নেটের কাপড় ব্যবহার করা হয়েছে। ইয়েলো, সেইলরের মতো ফ্যাশন হাউসগুলোয় এ ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।


ক্লাব হাউসে দেখা গেল, ধুতি সালোয়ারের সঙ্গে মেয়েদের জন্য রয়েছে নানা রকম কামিজ আর কুর্তি। কামিজ আর কুর্তিতে থাকছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ব্লক, চুমকি, সুতা আর জরি লেসের কাজ।

ছেলে শিশুদের পোশাক


ছেলেশিশুদের পোশাকের আয়োজনে পাঞ্জাবি প্রাধান্য পাচ্ছে বেশি। সঙ্গে ফতুয়া। ছেলেশিশুদের পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি কাপড়। কিছু কিছু ফ্যাশন হাউস এনেছে উজ্জ্বল রঙের শার্ট। সঙ্গে থ্রি কোয়ার্টার প্যান্ট। ছেলেদের পোশাকে হলুদ, বেগুনি, সবুজের মতো রংকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। টি–শার্টে আছে মজার মজার নকশা। পাঞ্জাবিতে এমব্রয়ডারি ছাড়া থাকছে প্যাচওয়ার্কের কাজও। ছেলেদের প্রায় প্রতিটি ফ্যাশন হাউসে থাকছে কটির আয়োজন। ব্লক ও বাটিকের কাজের পাশাপাশি কটিতে থাকছে ভেজিটেবল ডাইয়ের ব্যবহার।

এছাড়া খুঁত আর দেশাল তাঁদের নিজস্ব ধারার নকশায় তৈরি করেছে ছোটদের পোশাক। সুতার কাজ আর হ্যান্ডপেইন্টে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে পূজার আবহ। গরমে সারা দিন ঘুরে বেড়ানোর জন্য এ ধরনের পোশাক বেশ আরাম দেবে।

এস/ আই.কে.জে

পূজোয় বাচ্চাদের পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

🕒 প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বাড়ি না থাকুক, বেঁচে থাকা তো যাবে

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয়

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250